ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় সাংবাদিকদের নিয়ে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর স্ট্যাটাস এবং তথ্য সন্ত্রাসের বিরদ্ধে ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষে থানায় প্রতিবাদলিপি প্রদান করেছেন ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দ। সম্প্রতি দেশ ও সমাজ বিরোধী কুচক্রী মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাগামহীনভাবে সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করে উদ্দেশ্যমূলক, অপরিণামদর্শী ও বেআইনীভাবে সাংবাদিকদের নামোল্লেখ করে সর্বৈব মিথ্যা তথ্য সন্নিবেশন করে মানহানিকর তথ্য সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানিয়ে ভেড়ামারা প্রেসক্লাবের পক্ষ থেকে আজ বুধবার সন্ধ্যায় একটি প্রতিবাদলিপি ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নান্নু খানের নিকট প্রদান করা হয়। এসময় ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান,সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন , হেলাল মজুমদার, সাধারণ সম্পাদক বাবলু মোস্তাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মাসুদ রানা কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মোহন আলী, ধর্মীয় ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক রুকাইয়া খাতুন, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, কমরেড আরিফ হোসেন, মাহমুদউল্লাহ সোহেল, মোঃ নাসিম উদ্দীন, রুমেল আলী, সাংবাদিক শিপন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কয়েকদিন যাবৎ অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালাওভাবে সাংবাদিকদের নামে বিষোদগার করে একটি কুচক্রী মহলের ইন্ধনে কতিপয় তথ্য সন্ত্রাসী বেপরোয়াভাবে তথ্য সন্ত্রাস চালিয়ে আসছে। এতে ভেড়ামারায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্যের পরিবেশ করে ঘোলা পানিতে ফায়দা লুটার পায়তারা চালাচ্ছে চিহ্নিত অপশক্তি। সাংবাদিক সমাজের জন্য বির্বতকর এ রুপকান্ড প্রোপাকান্ড সৃষ্টিকারী অসাধু ব্যক্তিদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply