কাগজ প্রতিবেদক ॥ বিশ্ব শিক্ষক দিবসে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরে যাওয়া ১১ জন শিক্ষক-কর্মচারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের সৌজন্যে বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীরা এ সংবর্ধনার আয়োজন করেন। বিদায়ী শিক্ষক-কর্মচারীরা হলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ও মো. ইদ্রিস আলী, সাবেক সহকারী শিক্ষক মো. সাজাহান আলী, নুরুল ইসলাম ও অজিত কুমার বিশ্বাস, সাবেক অফিস সহকারী মো. রুহুল আমিন, মসলেম উদ্দিন ও মনসুর আলী শাহ। বিদায়ীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আ ক ম মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশীদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আব্দুল হান্নান, জাকির হোসেন জোয়ার্দার, মো. সোহরাব হোসেন মিঞা, এএইচএম আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন। বিদায়ী শিক্ষকরা বলেন, বিদায়বেলায় আমরা যে সম্মান পেয়েছি, তা ভুলবার নয়। চমৎকার অনুষ্ঠানের জন্য আমরা খুশি। শিক্ষক হিসেবে সত্যিই আমরা গর্বিত।
Leave a Reply