কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীমা বিসর্জন সম্পন্ন হয়েছে। প্রতিমা এ উপলক্ষে পৌরসভা কর্তৃপক্ষ গড়াই তীরে বিসর্জনের যথাযথ পরিবেশ নিশ্চিত করে।
দেবী দুর্গার বিসর্জন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন প্রশাসন। বিকালে সিঁদুর খেলা শেষে একে একে বিভিন্ন মন্ডপ থেকে ভক্তরা নেচে গেয়ে দেবীকে শেষ ভক্তি প্রদর্শন করে। দেবীর বিসর্জন ঘিরে গড়াই নদের তীর হাজারো ভক্তের মিলন মেলায় পরিনত হয়। বিসর্জন উপলক্ষে পুরো গড়াই ইকোপার্ক এলাকায় হরেক রকমের খাবার ও পন্য সামগ্রীর দোকান সাজিয়ে বসে ব্যবসায়ীরা। এবার কুমারখালী উপজেলায় ৫৭ টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়। আর বিজয়া দশমীর দিন বুধবার ৫৫টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এরমধ্যে পৌর এলাকার ১২ টি প্রতীমা গড়াই ইকোপার্কে এনে বিসর্জন দেওয়া হয়। এছাড়া সদকী, নন্দলালপুর, জগন্নাথপুর, শিলাইদহ, কয়া, চাপড়া, বাগুলাট, চাঁদপুর, পান্টি ও যদুবয়রা ইউনিয়নের প্রতীমা গড়াই নদ সহ স্থানীয় জলাশয়ে বিসর্জন দেওয়া হয়েছে। কুমারখালী উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত বলেন, গড়াই নদ সহ বিভিন্ন জলাশয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন হয়েছে। এবার দুর্গোৎসব চলাকালে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রতীমা বিসর্জনের সময় গড়াই ইকোপার্কে কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) শাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply