কুমারখালী প্রতিনিধি ॥ সময়ের অঙ্গিকার কন্যা শিশুর অধিকার প্রতিপাদ্যে কুমারখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, পাবলিক লাইব্রেরি’র সম্পাদক মমতাজ বেগম, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ নারী নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
Leave a Reply