1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 4:49 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘পুনর্জন্ম ৩’ উচ্ছ্বসিত নির্মাতা-শিল্পীরা

  • প্রকাশিত সময় Tuesday, October 4, 2022
  • 83 বার পড়া হয়েছে

“২০২০ সালে ‘রাতসাসান’ (২০১৮) মুভিটা দেখার পর অনেক ক্রাইম থ্রিলার, মার্ডার মিস্ট্রি, সাইকো থ্রিলার মুভি দেখেছি। কিন্তু এতদিনেও সেগুলো ‘রাতসাসান’কে ছাড়িয়ে যেতে পারেনি। কিন্তু ‘পুনর্জন্ম’ সিরিজটা জাস্ট জোশ! তুলনা করবো না, কিন্তু নাই মামার বাংলাদেশেও যে এরকম একটা সিরিজ বের হবে, কল্পনার বাইরে ছিলো। শেষ করে জাস্ট থ হয়ে আছি। গর্ববোধ হচ্ছে নিজের দেশের এমন কাজ দেখে।”
সদ্য প্রচার হওয়া নাটক ‘পুনর্জন্ম ৩’ দেখে এমনই মন্তব্য করেছেন যাবেদ খান আবু বকর নামের এক দর্শক। এরকম হাজার হাজার মন্তব্যে ভরে গেছে ইউটিউব ও ফেসবুক। বোঝাই যাচ্ছে, দর্শকমহলে ঝড় তুলেছে নাটকটি।
এটি মিস্ট্রি মেকার ভিকি জাহেদ পরিচালিত ‘পুনর্জন্ম’ সিরিজের তৃতীয় পর্ব। রবিবার (২ অক্টোবর) অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে ১ ঘণ্টা ২৬ মিনিট দৈর্ঘ্যের নাটকটি। আপলোডের কয়েক ঘণ্টা পরই এটি ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে। এখনও পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছে। আর ভিউ বাড়ছে তরতর করে। মাত্র ১৯ ঘণ্টায় নাটকটির ভিউ প্রায় ১৭ লাখ।
এমন হুলস্থূল সাড়া পেয়ে কেমন লাগছে নির্মাতা ভিকির? সেটা জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। বাংলা ট্রিবিউনকে এ তরুণ তুর্কি বললেন, ‘খুব টেনশনে ছিলাম, প্রথম ও দ্বিতীয় পর্ব মানুষ দেখেছে, পছন্দ করেছে, তৃতীয় কিস্তির রেসপন্স কেমন আসে! এখন এটা যেভাবে দর্শক দেখছে, সব তো ভেঙেচুরে ফেলছে!’
ট্রেন্ডিং ও ভিউর চেয়ে মানুষের ভালোলাগাই বড় প্রাপ্তি বলে মনে করেন ভিকি। তার ভাষ্য, ‘আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার মানুষের ফিডব্যাক। সবাই ভালো বলছেন, প্রশংসা করছেন। একেবারে সাধারণ দর্শকও ইতিবাচক মন্তব্য করছেন।’
‘পুনর্জন্ম ৩’-এ অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু, খায়রুল বাশার প্রমুখ। দর্শকের অভূতপূর্ব সাড়া নিয়ে তাদের সঙ্গেও আলাপ হয়েছে নির্মাতার। জানালেন, নিশো-মেহজাবীন দারুণ আনন্দিত। তবে একটু বেশি আপ্লুত তরুণ সেন্টু। কারণ নতুন হিসেবে তিনি ব্যাপক প্রশংসা পাচ্ছেন।
আনন্দের পাশাপাশি নির্মাতা ভিকির কণ্ঠে বিস্ময়ের আভাস পাওয়া গেলো। তিনি বলেছেন, “আসলে আমাদের এটা তো রোম্যান্টিক বা কমেডি কনটেন্ট না, যে মানুষ মজা নিয়ে দেখবে। তাই আমাদের কাছে ট্রেন্ডিংয়ে আসা, এত বেশি সাড়া পাওয়া স্পেশাল ব্যাপার। এটা এতো মানুষ দেখছে যে, আমি নিজেই অবাক হয়ে গেছি। যারা ভাইরাল কনটেন্ট বানায়, তাদের জন্য এটা হয়ত কোনও ব্যাপার না। কিন্তু ‘পুনর্জন্ম’র মতো কাজ খুব বেশি মানুষ দেখেও না। ডার্ক থ্রিলার গল্প, দুর্বল চিত্তের মানুষ তো দেখতেই পারেন না। এত সীমাবদ্ধতার পরও আমরা এগোতে পারছি, এটাই প্রাপ্তি।”
‘পুনর্জন্ম ৩’ দেখার পর সবার মনে দুটো প্রশ্ন উঁকি দিচ্ছে। প্রথমত; অন্তিম পর্ব কবে আসবে? দ্বিতীয়ত; সেখানে কি রাফসান হকের (আফরান নিশো) বিনাশ হবে? দুটো প্রশ্নের বিপরীতে নির্মাতা ভিকির জবাব, ‘বিনাশ হবে নাকি হবে না, সেটা অন্তিম পর্ব দেখলেই বোঝা যাবে। এখন সেই রহস্য ফাঁস করতে চাই না। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, শেষ পর্বটা শিগগিরই দেবো। তৃতীয় পর্বের জন্য যেমন এক বছর অপেক্ষা করতে হয়েছে, এটার ক্ষেত্রে তেমন হবে না। সর্বোচ্চ তিন-চার মাসের মধ্যেই আমরা অন্তিম পর্ব নিয়ে হাজির হবো। যেহেতু চারদিকে ইতিবাচক একটা রেশ আছে, এর মধ্যে সিরিজটা শেষ করে দিতে চাই।’
প্রসঙ্গত, ‘পুনর্জন্ম’ ও ‘পুনর্জন্ম ২’ প্রচার হয়েছিলো যথাক্রমে ২০২১ সালের জুলাই ও অক্টোবর মাসে। অন্তর্জালে ভিউর পাশাপাশি দুটি নাটক ভূয়সী প্রশংসাও পেয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640