কুমারখালী প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমারখালীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুজয় চাকী ও মালা পাল’র উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টায় শহরের হরিজন কলোনি দুর্গা মন্দিরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব চাকী, ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মালা পাল, হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পান্না লাল বাঁশফোড় প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দরিদ্র নারীদের হাতে শাড়ি কাপড় তুলে দেওয়া হয়। ফ্যামিলি কেয়ার হাসপাতালের পরিচালক সুজয় চাকী বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রতিবারের ন্যায় এবারও বস্ত্র বিতরণ করা হয়েছে।
Leave a Reply