1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:25 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

স্বপ্ন পূরণের অপেক্ষায় মানুষ সংযোগ সড়কের কাজ শুরু

  • প্রকাশিত সময় Friday, September 30, 2022
  • 290 বার পড়া হয়েছে

কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতু

কাগজ প্রতিবেদক ॥ গড়াই নদীর ওপর কুষ্টিয়ার কুমারখালী শহর ও যদুবয়রার লালনবাজার ৬৫০ মিটার পিসি গার্ডার সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার সড়কের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। দুপুরে ৫৫০ মিটার সংযোগ সড়ক কাজের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে সেতু নির্মাণ কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। মোট ১৩ টি ডেস্ক স্লিপারের মধ্যে বর্তমানে ১০ নম্বর স্লিপার ঢালাইয়ের কাজ চলছে। উপজেলা বাসীর আশার আলো জ্বলতে শুরু করেছে। শতবছরের স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন মানুষ চলছি বছরের ১৬ ডিসেম্বর সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শুক্রবার বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার প্রকৌশল আশিক আলী। বলেন, সেতুর কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। প্রায় ৫৫০ মিটার সংযোগ সড়ক কাজ আজ শুরু হয়েছে। সংসদ সদস্য সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন। আশা করছি ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সেতু দিয়ে চলাচলের জন্য আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। জানা গেছে, প্রায় ছয় লক্ষ মানুষের বসবাস এ উপজেলায়। পদ্মা ও গড়াই দ্বারা তৃ-বিভক্ত এই উপজেলায় রয়েছে একটি পৌরসভা ও ১১ টি ইউনিয়ন। গড়াই নদীর উপর সেতু না থাকায় দুপাড়ের মানুষ একে অপরকে অপার আর এপারের (দক্ষিণাঞ্চল) মানুষ বলে ডাকাডাকি করে। দক্ষিণাঞ্চলীয় মানুষদের উপজেলা পর্যায়ের সেবা নিতে নৌকার সাহায্য নিতে হয়। এতে একদিকে যেমন সময় অপচয় হয়, অন্যদিকে ভোগান্তি পোহাতে হয়। এলাকাবাসী আরো জানায়, অনেক দেরিতে হলেও গড়াই নদীর উপর যদুবয়রা ইউনিয়নের লালনবাজার ও পৌরসভার হলবাজার পয়েন্টে সেতু নির্মাণ হচ্ছে। এতে ভোগান্তি ও সময় কম লাগবে। পাওয়া যাবে দ্রুত সেবা। দুপাড়ের মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন হবে। ঘটবে অর্থনৈতিক বিপ্লব। উপজেলা প্রকৌশলী কার্যালয় সুত্রে জানা গেছে, গড়াই নদীর উপর চুক্তিমূল্য প্রায় ৮৯ কোটি ৯১ লক্ষ ৩৫ হাজার ৫৯১ টাকা ব্যয়ে ৬৫০ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার ব্রীজ (সেতু) নির্মাণের কাজ চলছে। সেতু নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান হলেন নেশনটেক কমিনিকেশন লিমিটেড ও রানা বিল্ডার্স লিমিটেড (যৌথভাবে)। ২০১৯ সালের ১৭ এপ্রিল সেতুর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানদ্বয়। ২০২১ সালের ২৫ অক্টোবর কাজের নির্ধারিত সময় শেষ হয়। এরপর কাজের সময় বাড়ানো হয়েছে চলতি বছরের ২৫ অক্টোবর পর্যন্ত। সেতুর কাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। শুক্রবার থেকে সড়কের কাজ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর সেতুটি চলাচলে উন্মুক্ত করা হবে। উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, সেতুর কাজ প্রায় শেষ। সড়ককের কাজও শুরু হয়েছে। দু-এক মাসের মধ্যেই কাজ শেষ হবে। ১৬ ডিসেম্বর সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।’ কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, প্রস্তাবিত শহীদ গোলাম কিবরিয়া সেতুর কাজ শেষের দিকে। সড়কের কাজও শুরু হলো আজ। সেতুটি বাস্তবায়ন হলে মানুষের হাজার বছরের স্বপ্ন পূরণ হবে। এপার – ওপারের মাঝে সেতু বন্ধন ও ভাতৃত্ববোধ সৃষ্টি হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640