ওলি ইসলাম। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম ভেড়ামারা থানা বার্ষিক পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, পুলিশ কে সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ পুলিশ প্রধানের ৫টি নির্দেশনা দূর্নীতি ও মাদক মুক্ত, পুলিশি হয়রানি- নির্যাতন দূর করে সর্বোচ্চ সেবা প্রদান, বিটপুলিশিং ও অধীনস্থ সকলের কল্যাণ নিশ্চিত করে নির্ভেজাল সেবা জনগণের দৌর গোড়ায় পৌঁছে দিয়ে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় পুলিশ সুপার খাইরুল আলম ভেড়ামারা থানা বার্ষিক পরিদর্শনকালে স্যালামী গ্রহন শেষে থানা ভবন, হাজতখানা, মালখানা, ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপুর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। থানায় আগত সেবা প্রত্যাশাদীরে কথা গভীর মনোযোগ সহকারে প্রশবন করে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য অফিসার ইনচার্জ ভেড়ামারা থানাসহ অন্যান্য অফিসারদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যোক পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা দেন। পুলিশ সুপার কুষ্টিয়া খাইরুল আলম পরবর্তীতে থানার গুরুত্বপুর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, নারী ও শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরবর্তীতে থানা এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখাসহ মাদক ও নানাবিধ অপরাধ কঠোরভাবে দমনে থানা পুলিশ কে নির্দেশনা দেন। একই দিন সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা পৌর এলাকায় অপরাধ দমনে ডিজিটাল নজরদারি বৃদ্ধি করতে সিসিটিভি ক্যামেরার শুভ উদ্বোধন করেন। এরপর আসন্ন দূর্গাপূজায় কর্তব্যরত স্বেচ্ছাসেবকদের মাঝে বিশেষ পোশাক প্রদান করেন তিনি। পুলিশ সুপার খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, নান্নু খান ইন্সপেক্টর তদন্ত ভেড়ামারা থানা, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস কুষ্টিয়াসহ ভেড়ামারা থানার সকল অফিসার-ফোর্স।
Leave a Reply