উপজেলা প্রশাসনের আয়োজনে
কুমারখালী প্রতিনিধি ॥ উপজেলা প্রশাসনের আয়োজনে কুমারখালীতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের প্রধান গেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদরাসা শিক্ষক মাওলানা আবু সাঈদ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর, পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ। সমাবেশে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমরা সকল ধর্মের মানুষ সামাজিক সম্প্রীতি বজায় রেখে চলছি। কিন্তু একটি কথিত কুচক্রী মহল মাঝে মধ্যেই শান্তি-শৃংঙ্খলা সহ সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে তৎপর হয়ে ওঠে। এজন্য সামাজিক সম্প্রীতি কমিটি সহ সর্বস্তরের সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়।
Leave a Reply