কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালিতে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও বীজ বিক্রয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় হতে কুমারখালী উপজেলায় বাজার তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এসময় উপজেলার শিলাইদহ বাজারে গিয়ে দেখা যায় মেসার্স মনিরুল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বীজ এবং বালাইনাশক বিক্রয়ের উদ্দেশ্যে তাকে সাজিয়ে রেখেছেন এবং বিক্রয় করছেন। সকল মেয়াদ উত্তীর্ণ বীজ এবং বালাইনাশক জব্দ করা হয় এবং উপস্থিত সকলের সামনে ধ্বংস করা হয়। পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা লংঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার জরিমানা করা হয়। উপস্থিত জনতার মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ভোক্তা-অধিকার নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। তদারকিতে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) সুলতানা রেবেকা নাসরীনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply