রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী নিবাস কল্যাণ সমিতির সভাপতি পদে মো. শহিদুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়াও মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। একটি পদ (ট্রেজারার) থেকে হলুদ দলের প্রার্থী মনোনয়ন তুলে নিলে মো. আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোটাররা জানান, নতুন কমিটি নিয়ে তারাও খুব আশাবাদী। নানা সমস্যার সমাধানে কমিটিসহ সবাই একসঙ্গে কাজ করবে বলে তাদের প্রত্যাশা।
Leave a Reply