মনোজিত মন্ডল খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব ২০২২ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খোকসা উপজেলা শাখার আয়োজনে উপজেলা সকল পূজা মন্দির কমিটির সদস্যদের সাথে কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঐতিহ্যবাহী খোকসা কালীমন্দির প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস স্যারে’র পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা উপজেলা শাখার সভাপতি সুধাংশু বিশ্বাস (মাধব )এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি রবীন্দ্রনাথ সেন , সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস ,যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সংকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক শিশির কুমার বিশ্বাস, অধ্যাপক সুপ্রভাত মালাকার, ভারত বাংলাদেশ সম্প্রতি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডু, কুমারখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি নবকুমার দত্ত, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নারায?ণ চন্দ্র মালাকার প্রমূখ। বক্তারা বলেন এবারে খোকসা উপজেলায় মোট ৬৫টি পূজা মন্ডপে এই শারদীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রত্যেকটা পূজা মন্ডপে সিসি ক্যামেরা ব্যবস্থা করা হবে বলে জানান নেতৃবৃন্দ। এছাড়াও পূজা মন্ডবে সেচ্ছাসেবক টিম থাকবে বলেও জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, আনসার মন্দিরে উপস্থিত থাকবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হওয়ার কথা বলেন। হিন্দু সম্প্রদায?ের সবচাইতে বড় পূজা দুর্গা উৎসবের মধ্য দিয়ে সবার মধ্যে অটুট বন্ধন তৈরি হোক।
Leave a Reply