ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাগগাড়িপাড়ার ভিকটিম জাকির হোসেন সে বিজ্ঞ আদালতে বিচারাধীন একটি হত্যা চেষ্টা মামলার বাদী মোছাঃ রজনী খাতুনের স্বামী। গত ইং ১৯/০৭/২২ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় হামলা হয় জাকির হোসেনের উপর। মামলার অভিযুক্ত আসামীরা জাকিরকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে হকিষ্টিক দিয়ে সজোরে আঘাত করে। আসামীরা ঐসময় তাদের হাতে থাকা লোহার রড, কাঠের বাটাম ,বাঁশের লাঠি ,লোহার পাইপ দিয়ে হাতে, পায়ে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে হাড়ভাঙ্গাসহ গুরুতর জখম করে। আসামীরা ঘটনার সময় ১ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভেড়ামারা থানায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর নং ২১, তারিখ ২০/০৭/২২ খ্রিঃ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ পেঃ কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা আসামীদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে আদালতে হুকুমের আসামী ওয়াসিম প্রামানিকসহ এজাহারে নামোল্লিখিত ৬ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। এই ৬ জনের মধ্যে ২ জন আসামী সাব্বির ও রুবেল পলাতক ছিল। বর্তমানে আসামী এবং তাদের পক্ষের লোকজন মামলাটি তুলে নেয়ার জন্য ভিকটিম জাকির হোসেনের উপর বেআইনীভাবে চাপ সৃষ্টি করছে। আসামীরা এলাকায় প্রভাবশালী এবং মারদাঙ্গা প্রকৃতির লোক। জাকির হোসেন অভিযোগ করেছেন, গতকাল মঙ্গলবারেও তাকে হুমকি দিয়েছে আসামী পক্ষের লোকজন। এলাকায় এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার পাশাপশি বাদী ও তার পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তার অভাবজনিত আতঙ্কের সৃষ্টি হয়। এব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে হলে তিনি বলেন, ভয়-ভীতি, হুমকি ধামকি ও প্রাণ নাশের আশঙ্কার বিষয়ে জাকির হোসেন থানায় একটি সাধারন ডায়রী করেছেন। নতুন করে হুমকির ঘটনার বিষয়ে তদন্ত ও উদ্ভুত পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য উক্ত এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
Leave a Reply