1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 1:42 am
শিরোনাম :
কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা মিরপুরে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার ৫ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন, ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা বিএনপির ৩১ দফায় ক্রীড়ার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে: শরীফুজ্জামান শরীফ ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ভেড়ামারা বিএনপি নির্বাচনে পোস্টার, ড্রোন ও এআই ব্যবহার করা যাবে না মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের স্বরাষ্ট্র উপদেষ্টা ১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে নভেম্বরে ১০ দিনে রেমিট্যান্স এলো ১৩৪২০ কোটি টাকা

সাফজয়ী কুষ্টিয়ার মেয়ে নিলুফাই এক মাত্র সংসারের অবলম্বন

  • প্রকাশিত সময় Tuesday, September 20, 2022
  • 133 বার পড়া হয়েছে

বাড়ীতে প্রতিবেশীদের ভিড় ॥ এলাকাবাসীও দেবে সংম্বর্ধনা

কাগজ প্রতিবেদক ॥ সাফ নারী চ্যাম্পিয়ন শিপের শিরোপাজয়ী দলের সদস্য কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলা। কুষ্টিয়া শহরের পৌরসভার ১৪ নং ওয়ার্ড জুগিয়া সবজি ফার্মপাড়ায় নিলুফার বাড়ি। এমন কৃতিত্বের ভাগ নিতে চান এলাকাবাসীও তাই কুষ্টিয়ায় ফিরলে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে দেয়া হবে সংম্বর্ধনা এমন গুজ্ঞন ছড়িয়ে পড়েছে। এতে দুখী মা, খালা মহাখুশি।  সরজমিন গতকাল মঙ্গলবার দুপুরে নিলুফার বাড়িতে পৌছে জানা গেল তার ক্রীড়া কৃতিত্বের পেছনের কাহিনী। মাসহ পিতা তাদের ছেড়ে যাওয়ার পর নিলাই এখন মায়ের অবলম্বন। পৌরসভার ভাগাড় সড়কের জুগিয়া ফার্মপাড়ায় করগেট টিনের ঘরের বাড়ী। নিলুফার মা বাছিরন আক্তার গৃহিনী। ছোট বোন সুরভী আক্তার ওই বাড়িতে থাকেন। নানা রকম ফুল ও ফলের গাছ রয়েছে বাড়ীর আঙ্গিনায়। টিনসেটের ঘরে খাটে বসেই বসেই কথা হয় নিলফার মা-বোনের সঙ্গে। ঘরের ভেতর  আলমারিতে সাজানো রয়েছে মেডেল ও ক্রেস্ট। আলমারির ওপর একটি ফুটবল রাখা। নিচে রাখা বাইসাইকেল। বাড়িতে এলে বাইসাইকেল চালান নিলুফা। দুই মেয়েই বাছিরনের সম্বল। বাছিরনের বাল্যবিবাহ হয়েছিল। তবে বিয়ের কয়েক বছর পরই বাছিরনের রিকশাচালক স্বামী জাহাঙ্গির হোসেন তাঁকে ছেড়ে চলে যান। মা-বাবার বিচ্ছেদের সময় নিলুফার বয়স ছিল মাত্র আড়াই বছর। আর ছোট মেয়ের বয়স মাত্র দেড় মাস। ওই সময় যেন অথই সাগরে পড়ে যান বাছিরন। কিন্তু দমে যাননি তিনি। কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় কুঠিপাড়ার চরে মায়ের বাড়িতে ওঠেন। তিনি স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেন। সামান্য বেতনে চলতে থাকে সংসার। বাছিরন আক্তার বলেন, পড়াশোনার পাশাপাশি স্কুলে খেলাধুলায় নিয়মিত  ছিলো নিলুফা। শহরের চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয় থেকে নিলুফা এসএসসি পাস করেন। দৌড়, লংজাম্পসহ বিভিন্ন খেলায় পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতেন। খেলাধুলায় মেয়ের সাফল্য দেখে বাছিরনও খুশি হতেন। তাই কখনো খেলতে যেতে মানা করেননি। যদিও প্রতিবেশীরা টিপ্পনি কেটে বলতেন, ‘মা হয়ে মেয়েকে খেলায় পাঠায়।’ স্কুলে পড়ার পাশাপাশি সাভারে ফুটবল একাডেমিতেও খেলতেন নিলুফা। ধকল সইতে না পেরে একবার কুষ্টিয়াতে ফিরতে চেয়েছিলেন নিলুফা। কিন্তু মায়ের বারণ। যত কষ্টই হোক না কেন, থাকতে হবে। হাল ছাড়া যাবে না। বাছিরন বলছিলেন, ‘সংসারে অভাব-অনটন ছিল। অভাবে-কষ্টে মানুষ করিচি। ও (নিলুফা) যদি কোনো দিক (ফুটবল) ভালো করতে পারে করুক। বাধা দেব না। মানুষ যত খারাপ বলে বলুক, শেষ দেখে ছাড়ব।’ এসএসসির পর কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে ভর্তি হন নিলুফা। সেখান থেকেই এইচএসসি পাস করেন। এরপর খেলোয়াড় কোটায় ভর্তি হন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। নিলফুার খেলোয়াড় হয়ে ওঠার পেছনে থানাপাড়া এলাকার আরেকজনের অবদানের কথা জানালেন বাছিরন। সেই ব্যক্তি হলেন আবু ফাত্তাহ। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। আবু ফাত্তাহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ছিলেন। কুঠিপাড়া এলাকায় চরে নিলুফার ফুটবল খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে উৎসাহ দিয়েছিলেন। প্রশিক্ষণ, ঢাকায় ভর্তিসহ যাবতীয় কাজে তিনি সহযোগিতা করেন। সোমবার বেলা ১১টার দিকে নিলুফা বাড়িতে ফোন করেছিলেন। মাকে বলেছিলেন, ‘দোয়া কোরো মা। খুব টেনশন হচ্ছে। নামাজ পোড়ো আর কালকে (মঙ্গলবার) রোজা রেখো।’ মেয়ের কথামতো আজ রোজা রেখেছেন বাছিরন। সোমবার সন্ধ্যায় বাছিরন মুঠোফোনে বাংলাদেশ দলের খেলা দেখেছেন। নিলুফা ফাইনালে মাঠে নামেনি। তবে এতে বাছিরনের আফসোস নেই। হেসে বললেন, ‘দলের সব মেয়েই আমার মেয়ে। সংগ্রাম করে মেয়ে বড় হয়েছে। আমার মেয়েদের বাংলাদেশ জয় পেয়েছে। এটা আমার গর্ব।’ কয়েক বছর আগে পাকিস্তানকে হারানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নিলুফা অর্থ পুরস্কার পেয়েছিলেন। ওই টাকা দিয়ে নিলুফা জমি কিনেছে। যে বাড়িতে বসে কথা হচ্ছিল, সেটা নিলুফার উপার্জনেই তৈরি। এককথায় সংসারের পুরো খরচ নিলুফা মেটাচ্ছেন। বাছিরন জানান, আজ সকালে কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দীন তাঁদের বাড়িতে এসেছিলেন। নিলুফার মা ও বোনের সঙ্গে তিনি কথা বলেছেন। কোনো সমস্যা আছে কি না, খোঁজখবর নেন। যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। নিলুফা বাড়িতে এলে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়ে গেছেন তিনি। কথা প্রসঙ্গে বাছিরন জানান, একসময় যাঁরা মেয়ের খেলোয়াড় হওয়া নিয়ে নানা কথা শোনাতেন, তাঁরা এখন ফোন করে খোঁজ নিচ্ছেন। অনেকে বাড়ীতে এসে মেয়ের অনেক প্রশংসা করছেন। খুভ ভালো লাগছে। আবার যারা নানা কথার জন্য আফসোস করছেন। তবে নীলাকে বরণ করতে আমন্ত্রণ পেলে ঢাকায় যাবেন বলে জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640