মন্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক
কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার শান্তিপুর্ণ পরিবেশে শারদীয়া দুর্গোৎসব উদযাপনে কুষ্টিয়ার কুমারখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা, পূজা মন্ডপে সভাপতি- সাধারণ সম্পাদক সহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। পূজা উদযাপন পরিষদ নেতারা জানান, এবার কুমারখালী উপজেলায় ৫৬ টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে। ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে সাজ-সজ্জার কাজ। শারদোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারে চলছে উৎসব আয়োজনের নানা প্রস্তুতি। পূজা উদযাপন পরিষদ নেতা ও মন্ডপ কমিটির নেতাদের পক্ষ থেকে পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে উঠতি বয়সের কিশোরদের মোটরসাইকেল ব্যাবহার নিয়ন্ত্রণ সহ ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যাবস্থা গ্রহণের দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকল পূজা মন্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর) রাখতে হবে। এ ছাড়াও সার্বিক নিরাপত্তার জন্য আইন-শৃংঙ্খলা বাহিনী, আনছার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের মনিটরিং টিম সার্বক্ষণিক তৎপর থাকবে। পাশাপাশি মন্ডপ কমিটির পক্ষ থেকেও নিজস্ব স্বেচ্ছাসেবী সদস্য নিয়োজিত রাখার নির্দেশনা দেন। এছাড়াও মাদক নিয়ন্ত্রণসহ ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় আরো বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মেরিনা পারভীন মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, পূজা উদযাপন পরিষদ নেতা নব কুমার দত্ত, শিশির কুমার বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিকুল ইসলাম সহ অনেকে।
Leave a Reply