আলহাজ্ব সদর উদ্দিন খান জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ায়
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হওয়ায় গতকাল বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে বিভিন্ন উপজেলার মহিলা জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিসুর রহমান মোমিজ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, দীনা লায়লা, সদস্য এ্যাড. মর্জিনা খাতুন, বনানী হাসান, সানজিদা পারভীন পলি, টুসি মাহমুদ, মিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান শিরিন শিলা, ইউনিয়ন পরিষদ সদস্য চম্পা খাতুন, বারুইপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান কানিস ফাতেমা, পোড়াদহ ইউনিয়ন পরিষদ সদস্য নাসিমা বেগম, আইলচারা ইউনিয়ন পরিষদ সদস্য চায়না খাতুন, বটতৈল ইউনিয়ন পরিষদ সদস্য রুশিয়া খাতুন, মনিকা খাতুন, সেলিনা খাতুন, কুষ্টিয়া পৌর কাউন্সিলর আফ্রিদা আফরীন রেখাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
Leave a Reply