কাগজ প্রতিবেদক ॥ শিক্ষক ও ল্যাব সহায়ক নিয়োগসহ ৪ দফা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে ইসলামী বিশ্বিবদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক শেলীনা নাসরীন সেখানে উপস্থিত হন। উপাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা তা প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ শুরু করে। ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে রোববার সকালে আলোচনার কথা জানালেও তারা রাজি হননি। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগে শিক্ষক সংকট, ২০০ জন শিক্ষার্থীর জন্য মাত্র ২ জন শিক্ষক। ক্লাসে পর্যাপ্ত চেয়ার, টেবিল, বেঞ্চ না থাকায় ফ্লোরে বসে আমাদের ক্লাস করতে হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর আগে অনেকবার আমাদের দাবিগুলো সম্পর্কে অবগত করেছি। এমন আশ্বাস আমরা এর আগেও অনেক পেয়েছি। কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন শেষে তারা আবারও মিছিল নিয়ে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া ভবনের সামনে তাদের দাবি সংবলিত বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা বিভাগের উভয় পাশে তালা ঝুলিয়ে দেয়। এতে বিভাগের এক শিক্ষক ভেতরে আটকা পড়েন। এছাড়া সমস্যার সমাধান না হলে প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এদিকে রোববার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে উাপাচার্য তার কার্যালয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, বিভাগে ৫ জন শিক্ষক ও ২ জন ল্যাব কর্মকর্তা প্রয়োজন। বর্তমানে দুইজন শিক্ষক দিয়ে ৪ টি ব্যাচের ক্লাস হচ্ছে। আমরা দেড় বছর ধরে আবেদন করে আসছি। প্রশাসন আশ্বাস দিলেও ফলাফল শূন্য। বিভাগে শিক্ষক ও লোকবল সংকটের ফলে সেশনজট শুরু হয়েছে। ফলে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, শিক্ষক নিয়োগের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। এর বাইরে গিয়ে আমরা কাজ করতে পারি না। এই বিভাগের শিক্ষক নিয়োগের বিষয়টিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি।
Leave a Reply