পড়াশোনার পর্ব চুকিয়ে একটি ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে ঝুমুর। বাসা অদল-বদলের ব্যবসা। কিন্তু ব্যবসা আরেকটু বড় করার লক্ষ্যে একজন পার্টনার দরকার। তাই ছোটবেলার বন্ধু রাফিকে প্রস্তাব দেয় ঝুমুর। প্রথমে রাজি না হলেও ঘটনাক্রমে ঝুমুরের পার্টনার হয় রাফি। তাদের মধ্যে মেলামেশা বাড়ে, সেই সুবাদে রাফির প্রতি ভালোলাগা জন্মে ঝুমুরের। কিন্তু যেদিন প্রেমের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেদিনই জানতে পারে, রাফি অন্য একটি মেয়েকে পছন্দ করে। শুধু তাই নয়, সেই মেয়েকে পটানোর জন্য টিপসও চায় ঝুমুরের কাছে!
ব্যবসায়িক ও বন্ধুত্বের সম্পর্কে কিছুটা ফাটল ধরে। দূরত্ব তৈরি হয় দু’জনের মধ্যে। তবে কিছুদিন পর ফের তাদের দেখা হয়, নতুন অধ্যায়ের সূচনা হয়। এমনই গল্পে নাটক নির্মাণ করেছেন এহসান এলাহী বাপ্পী। নাম ‘ভালোবাসা দেই নেই’। গল্পটি রচনা করেছেন অনামিকা ম-ল।
নাটকে রাফির ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ এবং ঝুমুর চরিত্রে নিশাত প্রিয়ম। এছাড়াও অভিনয় করেছেন আনোয়ার, প্রীতি আলভী, শশী আফরোজ প্রমুখ।
নির্মাতা এহসান এলাহী বাপ্পী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইরফান সাজ্জাদকে নিয়ে আমি আগেও কাজ করেছি। চমৎকার অভিনেতা তিনি। আর নিশাত প্রিয়মের সঙ্গে প্রথম কাজ। নতুনদের মধ্যে তিনি দারুণ অভিনয় করেন। কিছুদিন আগেই আমরা শুটিং করেছি। মিষ্টি একটি গল্প। আমার বিশ্বাস দর্শকের পছন্দ হবে।’ ডিংডং-এর ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন কামরুন নাহার হ্যাপি। আগামী ১৬ সেপ্টেম্বর এটি এনটিভিতে প্রচার হবে।
Leave a Reply