কাগজ প্রতিবেদক ॥ ৫দফা দাবীতে কুষ্টিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৪ দিনব্যপী কর্মবিরতি কর্মসূচী গতকাল শেষ হয়েছে। সোমবার থেকে প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ১২টা চলে এই কর্মবিরতি কর্মসূচী। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহমান জানান, সোমবার থেকে ৫দফা দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্দ্যোগে দেশব্যপী ডাকা কর্মসুচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলার সকল দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মবিরতি পালন করেছেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ ৬ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে দাবী বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা
Leave a Reply