ইসলামী বিশ্ববিদ্যালয়
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে দুটি হলের পেছনে বিকট শব্দের সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থীরা আতঙ্কে হলের বাইরে বের হয়ে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার হলে চলে যান আবাসিক শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এলাকায় এ ঘটনা ঘটে। তবে শব্দের কারণ ককটেল নাকি পটকা, এ ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই হলের একাধিক শিক্ষার্থী বলেন, গতকাল রাত দুইটার দিকে হঠাৎ বঙ্গবন্ধু ও লালন শাহ হলের পেছনের দিকে বিকট শব্দ হয়। কেউ কেউ আলোর ঝলকানিও দেখতে পান। বঙ্গবন্ধু হলসংলগ্ন এলাকায় অন্তত দুটি ও লালন শাহ হলের পেছনে ছয় থেকে সাতবার বিকট শব্দ হয়। এ সময় কয়েক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে চিৎকার করলে ঘুমিয়ে থাকা শিক্ষার্থীরা উঠে পড়েন। একপর্যায়ে আতঙ্কিত শিক্ষার্থীরা হলের বাইরে বের হয়ে আসেন। একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে বিষয়টি প্রক্টরসহ দায়িত্বে থাকা অন্য কর্মকর্তাদের জানাতে মুঠোফোনে কল করা হয়। কিন্তু কেউই রাতে ফোন ধরেননি। প্রক্টর জাহাঙ্গীর আলম বলেন, লালন শাহ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীরের পাশেই। হয়তো বাইরে থেকে কেউ কোনো কিছু ভেতরে ফেলে শব্দ করতে পারে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কল না ধরা প্রসঙ্গে প্রক্টর বলেন, ‘আমাকে না পাওয়া গেলেও রাতেই দুজন সহকারী প্রক্টর হল দুটি পরিদর্শনে গিয়েছিলেন। হয়তো একটু দেরি হয়েছে। রাতে তো সবাই ঘুমিয়ে থাকে। ঘুম থেকে উঠে ঘটনাস্থলে যেতে একটু সময় লেগেছে।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসনের কাছে যাওয়া হবে। ক্যাম্পাসে কোনো আতঙ্ক নিয়ে থাকা যাবে না। বুধবার সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূন যায়েদ বলেন, রাতে হলে শব্দের বিষয়ে তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন। তবে প্রক্টর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিষয়ে এখনো কিছু জানায়নি।
Leave a Reply