মনোজিত মন্ডল খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে এক প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার খোকসা সরকারি কলেজ অডিটিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা পৌর মেয়র তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সহ প্রমূখ। খোকসা উপজেলা শারদীয় দুর্গাপূজা কমিটির সভাপতি সুধাংশু বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন এবারে খোকসা উপজেলায় মোট ৬৫টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটা পূজা মন্ডপে এবার সিসি ক্যামেরা আওতাধীন থাকবে বলেও তারা জানান। উক্ত অনুষ্ঠানে পূজা মন্ডপ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply