আবহমান কাল থেকে বাঙালির জীবনের অংশ হয়ে থাকা সংস্কৃতিকে সারা বছর গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে বাংলাদেশ টেলিভিশন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর আগ পর্যন্ত বিটিভিতে মাসে একটি করে যাত্রাপালা সম্প্রচার করা হত।
করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর ধরে টেলিভিশনটির স্টুডিওতে যাত্রার চিত্রায়ন বন্ধ ছিল। আবারও বিটিভিতে শুরু হয়েছে যাত্রাপালার সম্প্রচার।
বিষয়টি জানিয়েছেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি বলেন, নানা কারণে লোকজ ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির প্রভাব সমাজে আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা মনে করি, শেকড়ের সংস্কৃতিতে উদার অনেক কিছু মিশে আছে। মানুষে মানুষে মিলনের কথাই বলে আমাদের সংস্কৃতি। দেশজ সংস্কৃতির মধ্যে রয়েছে ঐক্যের বার্তা।
‘অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলায় যাত্রা শিল্প অতীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশ টেলিভিশন হারিয়ে যাওয়া এসব লোক-সংস্কৃতির চর্চাটা এখনো ধরে রেখেছে। বিটিভি দেশের বিভিন্ন জেলার যাত্রা শিল্পীদের নিয়ে যাত্রাপালার অনুষ্ঠান প্রচারের চেষ্টা করছে।’
Leave a Reply