1. nannunews7@gmail.com : admin :
November 19, 2025, 9:51 am

কুষ্টিয়ায় সড়কে জলাবদ্ধতা, চরম জনদুর্ভোগ

  • প্রকাশিত সময় Wednesday, September 14, 2022
  • 225 বার পড়া হয়েছে

হাসপাতাল সড়কে থৈ থৈ পানি, প্রধান গেটে স্থায়ী জলাবদ্ধতা

 

আল আমিন ॥ বৃষ্টিতে কুষ্টিয়ার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী; বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। গতকাল দিনভর সরজমিন কুষ্টিয়া শহরের বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ এলাকা ঘুরে দেখা গেল দুর্ভোগের দৃশ্য। শহরের সাদ্দাম বাজার মোড় থেকে প্রধান ডাক ঘরের সামনে রাস্তা দিয়ে যেতেই চোখে পড়লো ডাকঘরটি যেন মাছের হ্যাচারী। প্রধান গেট থেকে যতদুর চোখ যায় শুধু পানি আর পানি, এ সড়কে পৌর শিশু পার্ক, কলকাকলী স্কুল, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অবস্থা একই। একটু সামনে এগিয়ে যেতে খুব বেদনাদায়ক দৃশ্য চোখে পড়লো জেলার অতি গুরুত্বপুর্ণ স্থাপনা কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতাল। এ হাসপাতালের প্রধান গেটে স্থায়ী জলাবদ্ধতা আর সড়কে হাটু জল জমেছে। প্রধান গেট থেকে ভেতরে চলে গেছে জেলা ডায়াবেটিক হাসপাতাল। সে দিকের অবস্থা আরও করুন। প্রায় মাঝা সমান পানি সড়কে। পাশেই নার্সিং সেন্টারটির গেট প্রায় ডোবা ডোবা ভাব। ভেতরে হাটু সমান। সাথে শ্যাওলা, ঝোপ-ঝাড় জন্মে মনে হচ্ছে এখানে কোন মানুষ নয় কোন প্রাণীরা বসবাস করে। হাসপাতাল গেটে কয়েকজন রোগীর অভিবাকের সাথে কথা বললে তারা কিছুটা ক্ষোভের সাথে জানালো জেলার একমাত্র সরকারী চিকিৎসা কেন্দ্র সেখানে এই বৃষ্টিতেই যদি এমন পানি জমে মানুষ যাবে কোথায়। বৃষ্টির পানি জরুরী বিভাগের সামনে থেকে পুরোনো ভবন ছেয়ে আছে। চারিদিকে পানি মাঝখানে হাসপাতালের ভবন। এ ছাড়া শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণ করেছে ঠিকই, কিন্তু তা কোনো কাজে আসছে না। নালাগুলো অগভীর ও মাটিতে ভরে গেছে। এ কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নালার ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে। এ ছাড়া মুষলধারে বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশে বিভিন্ন বাড়িতেও ঢুকে যায়। তখন অবর্ণনীয় দুর্ভোগ হয়। বৃষ্টিতে কুষ্টিয়া শহরের এনএস রোড, সরকারী কলেজ, মডেল থানা,ব্যাবগলীর রাস্তা , আর এ চৌধুরী খান রোড়, পেয়ারাতলা, জেলখানা, হাসপাতাল রোড, পূর্ব মজমপুর, পশ্চিম মজমপুর, কুষ্টিয়া জিলা স্কুল, পুলিশ সুপারের বাসভবন রাস্তা, কাটাইখান মোড় ও ছয় রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকা প্রায় এক ফুট আবার কোথাও কোথাও দেড়-দুই ফুট পানির নীচে তলিয়ে গেছে। কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও বাজার ঘুরে দেখা গেছে, মানুষের সমাগম অনেকটাই কম। প্রবল বৃষ্টিতে ছাতাও যেন অসহায়। এমন চিত্রই শহরের বিভিন্ন এলাকায় ফুটে উঠেছে। কুষ্টিয়া শহরের বড় বাজার ও বকচত্বর সহ বিভিন্ন বাজারে ছাতা মাথায় ঘোরাঘুরি করছেন কয়েকজন ক্রেতা। এদিকে বাজারের বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় ক্রেতা-বিক্রেতারা পড়েন বিপাকে। হোসেন আলী নামের এক সবজি ব্যবসায়ী বলেন, ‘আমি যে জায়গায় সবজি বিক্রি করি, সেখানে পানি জমে গেছে। ফলে বেশির ভাগ সবজি এখনো বিক্রি করতে পারিনি।’ বেলা দেড়টার সময় কুষ্টিয়া গালর্স স্কুলের  সামনের রাস্তায় দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। রাস্তায় পানি জমে থাকায় তারা পার হতে পারছে না। শিক্ষার্থীরা জানায়, রাস্তায় পানি থাকায় জুতা পরে রাস্তা পার হতে পারছে না। ড্রেনগুলো যদি পরিষ্কার থাকত, তাহলে দ্রুত পানি অপসারণ হয়ে যেত। এতে দুর্ভোগে পড়তে হতো না তাদের। বৃষ্টি হলেই রিকশা চালকরা ভাড়া বাড়িয়ে দেয়। ২০ টাকার ভাড়া তখন ৫০ টাকা হয়ে যায়। ভাড়া বৃদ্ধি হওয়ার কারণে অনেকেই প্রয়োজন থাকলেও বাসা থেকে বের হয় না। কুষ্টিয়া শহরের সড়ক ছাড়াও জেনারেল হাসপাতাল, স্কুল-কলেজ, আদালত প্রাঙ্গণ, বিভিন্ন অফিস, পৌর বাজার, দোকানপাট ও বাসাবাড়িতে পানি ঢুকেছে। বেলা ৩টা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজ এলাকাসহ বিভিন্ন সড়ক থেকে পানি নামেনি। এ পরিস্থিতির জন্য কুষ্টিয়া পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে দায়ী করেছেন নাগরিকরা।

কুষ্টিয়া পৌর বাজারে আড়তের ব্যবসায়ী  বলেন, ‘আড়তে পানি ঢুকে পেঁয়াজের বস্তা ডুবে গেছে। ইট দিয়ে উঁচু করেও মাল রক্ষা করা যাচ্ছে না। বেচাকেনাও করতে পারছি না। ড্রেন পরিষ্কার না থাকায় পানি নামতে পারছে না।’ শুকনা-কাঁচা মরিচ, আলুসহ সব মালামাল পানিতে ডুবেছে। আমাদের অনেক ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতি সিলেট, সুনামগঞ্জের মতো হবে মনে হচ্ছে। পানি বের হওয়ার ব্যবস্থা নেই।’ পৌর বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘শহরের সব সড়ক ডুবে গেছে। দেখার কেউ নেই। স্কুলের বাচ্চাদের অবস্থা খুবই শোচনীয়। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কোনো উদ্যোগ নেই।’কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘হঠাৎ ভারি বর্ষণে পানি বেড়েছে। কিছুটা সময় গেলে পানি নেমে যাবে।’ ড্রেনেজ ব্যবস্থার ব্যাপারে তিনি বলেন, ‘নিয়মিত উন্নয়ন কাজ চলছে। পৌর নাগরিকরা যেন যেখানে-সেখানে প্লাষ্টিক বর্জ্য না ফেলেন। এতে ড্রেনের মুখ আটকে যায়।’ ফলে এ অবস্থা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে কুষ্টিয়া পৌর মেয়র, জেলা পরিষদ ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640