৫২টি কেন্দ্রে পর্যবেক্ষণে নিয়োজিত ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ৫টি ভিজিল্যান্স টিম
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলায় এ বছর এস, এস,সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহন করবে ৩৫ হাজার ৮০ জন পরীক্ষার্থী। ৫২টি কেন্দ্রে পরীক্ষা তদারকিসহ পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন প্রতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসকগণদের নেতৃত্বে থাকবে ৫টি ভিজিল্যান্স টিম ও ১০ জন ট্যাগ অফিসার।
কুষ্টিয়া জেলা প্রশাসনের শিক্ষা ও প্রবাসী কল্যাণ শাখার সুত্রে জানা যায়, এ বছর কুষ্টিয়া জেলায় এস, এস, সি পরীক্ষায় ৩১টি কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে ২৯ হাজার ৯৮৭ জন, দাখিল পরীক্ষায় ৮টি কেন্দ্রে ১ হাজার ৫৮০ জন এবং এস, এস,সি ( ভোকেশনাল) পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ৩ হাজার ৪শ ৪৯ জন পরীক্ষার্থীসহ মোট ৩৫ হাজার ৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। আইনশৃংলা নিয়ন্ত্রণ, পরীক্ষায় অসুদপায় অবলম্বন রোধ এবং প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণে প্রতি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজশ্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটগণের সমন্বয়ে গঠিত ৫টি ভিজিল্যান্স টিম ও ১০ জন ট্যাগ অফিসার পুরো জেলার পরীক্ষা তদারকি করবেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ ন ম আবু জর গিফারী জানিয়েছেন, কোন প্রকার বিশৃংখলা এবং পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা দিতে পারেন প্রতিটি কেন্দ্রে ডিউটিরত শিক্ষক, শিক্ষিকাসহ প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিবদের সার্বিক নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, আশা করি কুষ্টিয়ায় সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্টিত হবে।
Leave a Reply