দক্ষিণী সিনেমা দিয়ে রূপালি জগতে পা রেখেছিলেন রাকুল প্রীত সিং। গ্ল্যামারাস চেহারা আর অভিনয় গুণে পোক্ত জায়গা করে নিয়েছেন। তামিল, তেলেগু ও কন্নড় সিনেমার পাশাপাশি বলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি।
সম্প্রতি রাকুলকে দেখা গেছে ‘কাঠপুতলি’ নামের একটি হিন্দি সিনেমায়। যেটি মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টারে। এতে তার সহশিল্পী অক্ষয় কুমার। এরইমধ্যে বলিউডে তার আরেকটি নতুন সিনেমা ‘থ্যাংক গড’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে।
সবমিলিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে চর্চায় রয়েছেন রাকুল। সেই সূত্রেই বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন অভিনেত্রী। একটি ঝটপট প্রশ্নোত্তর পর্বে রাকুল জানালেন, তিনি এখনও মধ্যবিত্ত রয়ে গেছেন!
শুনে অদ্ভুত লাগতে পারে। একের পর এক বড় সিনেমা করছেন, আয় করছেন দু’হাতে। ইন্টারনেট সূত্রে জানা যায়, রাকুলের সম্পদের পরিমাণ ৪৫ কোটি রুপির বেশি। সেই তিনিই কিনা নিজেকে মধ্যবিত্ত মনে করেন!
রাকুলের দাবি, ‘আমি প্রায়ই কম দামি, সস্তা জিনিস কিনি। এই ক্ষেত্রে আমি বেশ সস্তা বটে! মধ্যবিত্ত সত্তাটা আমার ভেতর থেকে এখনও যায়নি।’
এই অভ্যাসের ব্যাখ্যায় রাকুল আরও বলেন, ‘আমি কখনও প্রাইস ট্যাগ দেখে কেনাকাটা করি না। যদি কোনওকিছু আমার পছন্দ হয়, সেটা আমি সাধারণ দোকান থেকে কিনি, এমনকি ফুটপাত থেকেও কিনে ফেলি। আসলে আমি জিনিসটা কতখানি ব্যবহার করতে পারব, কতটা স্বাচ্ছন্দ্যবোধ করব, এটাই বিবেচনা করি।’
উল্লেখ্য, ‘থ্যাংক গড’ সিনেমায় রাকুল অভিনয় করেছেন অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। ব্যতিক্রম ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে এটি।
Leave a Reply