ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের একটি ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকা-ে ৮ জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে নগরীর সেকেন্দ্রাবাদের ওই শোরুমটিতে লাগা আগুনে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি ভবনের নিচতলার ওই দোকানটিতে আগুন লাগার পর তা দ্রুত দ্বিতীয় ও তৃতীয় তলার একটি অতিথিশালায় ছড়িয়ে পড়ে আর তাতে ৮ জনের মৃত্যু হয়।
এদের অধিকাংশই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তারা, খবর এনডিটিভির।
আগুন লাগার সময় ওই অতিথিশালায় কর্মী ও অতিথি মিলিয়ে প্রায় ২৫ জনের মতো ছিল। দমকল কর্মীরা একটি ক্রেন মই ব্যবহার করে অতিথিশালার বাসিন্দাদের উদ্ধার করেন। উদ্ধারকাজে স্থানীয় কিছু লোকও যোগ দেন এবং সাহায্য করেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হায়দ্রাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন, দমকল বাহিনীর বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ বের করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে তেলেঙ্গানার রাজ্যের গৃহমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলী জানিয়েছেন।
এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Leave a Reply