1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:01 pm

পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়: মির্জা ফখরুল

  • প্রকাশিত সময় Tuesday, September 13, 2022
  • 119 বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংগঠন। আমরা কখনই পুলিশকে প্রতিপক্ষ মনে করি না।
পুলিশ জনগণের বন্ধু হওয়া উচিত। আমরা তাদের বন্ধু বলেই মনে করি। আমরা আরও মনে করি, তাদের সংবিধানিক যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার অবৈধভাবে টিকে থাকার জন্য সংবিধান লঙ্ঘন করে, মানবাধিকার লঙ্ঘনে যখন পুলিশকে ব্যবহার করে, তখন নিঃসন্দেহে সেই বিষয়গুলো জনগণের সামনে এসে দাঁড়ায়। আজকে আমেরিকা যে কারণে স্যাংশন দিয়েছে সেই র‌্যাবের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন।
বিএনপির মহাসচিব বলেন, তাই যদি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই একটি রাজনৈতিক দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে দেওয়া যে, আপনারা সরকারের অবৈধ নির্দেশে, বেআইনি নির্দেশে এমন কেনো কাজ করবেন না যাতে আপনাদের ওপরেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসে।
আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন, সব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে না বা সব পুলিশই এই ঘটনাগুলো ঘটাচ্ছে না। কয়েকটা জায়গায় অতি উৎসাহী কিছু অফিসার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি যেটা জানতে চেয়েছিলাম, নারায়নগঞ্জে চাইনিজ রাইফেল দিয়ে গুলি হলো সেটা কিভাবে হলো, কোন কর্তৃত্ব থেকে সে (গোয়েন্দা পুলিশ) এটা ব্যবহার করতে পারলো। সেই উত্তর কিন্তু এখনো বাংলাদেশের মানুষ পায়নি।
সোমবার জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের সম্মেলনে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বড় করে উঠে এসেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জন্যে তারা এখানে একটা নিরপেক্ষ স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমে সহায়তা করতে সরকারকে বলেছে, আমাদেরকে সুযোগ দাও, আমরা এটা করতে চাই। অর্থাৎ এখানে যে মানবাধিকার লঙ্ঘেন হচ্ছে তা যেন বন্ধ করা যায়।
এ প্রসঙ্গে অত্যন্ত পরিষ্কার করে তারা বলেছে, মানুষের কথা বলার যে অধিকার, তার মত প্রকাশের যে অধিকার তাকেও এখানে আপহোল্ড করতে হবে। একই সঙ্গে বলেছে, নির্বাচনের পূর্বে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে যেন শুধু তার মতের জন্য হয়রানি না করা হয়।
যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরিপ্রেক্ষিতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সোমবার (১২ সেপ্টেম্বর) দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০ দলীয় জোট ভেঙে দেওয়া হয়েছে কিনা ও জামায়াতের সঙ্গে জোট আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সব দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলন করবো। সব দলের জন্য দরজা খোলা আছে।
মির্জা ফখরুল আরও বলেন, দলের স্থায়ী কমিটির সভায় জ্বালানি সরবরাহের ব্যর্থতায় ডিজেলচালিত কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও কুইক রেন্টালে চারটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়াতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। স্বাস্থ্যসেবায় ব্যবহৃত ২০টি জেনেরিকের (মূল ওষুধ) ৫০টি ব্যান্ডের ওষুধের দাম প্রায় ৫০ শতাংশ থেকে ১৩৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভা মনে করে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যখন অস্বাভাবিক হারে বেড়ে চলেছে সেই সময় গুটিকতক ব্যবসায়ীকে মুনাফা পাইয়ে দেওয়ার জন্য অনৈতিকভাবে ওষুধের মূল্য বাড়ানো করছে। এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়।
তিনি বলেন, সভায় গত ২২ আগস্ট থেকে লোডশেডিং জ্বালানি তেল, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ার প্রতিবাদে আন্দোলনে ভোলায় স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম, ছাত্রদলের নূর আলম, নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে সারা দেশব্যাপী আন্দোলনে অসংখ্য নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের ও পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
স্থায়ী কমিটির সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640