খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে পারিবারিক কলহের যের ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ফলদ বৃক্ষ কর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত ভাই বোনদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সকল ভাইয়েরা মিলে গোপনে ৮-১০ দশটি বড় বড় আম গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দেয়। ক্রয় কৃত গাছের মালিক গতকাল সোমবার ফলদ বৃক্ষের ৮-১০ টি গাছ কর্তন করে। বোনদের অভিযোগের প্রেক্ষিতে খোকসা থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে যেয়ে গাছ কর্তন বন্ধ করে দেয়। ঘটনার সত্যতা জানতে গেলে অভিযুক্ত বেগম বলেন বাবা-মায়ের সম্পত্তির উপর দীর্ঘদিন ধরে আমি বসবাস করে আসছি। এ সকল গাছ এবং জমি আমার চার বোনের মধ্যে বন্টন হয়েছে। কিন্তু আমার ভাইয়েরা হাসান উল্লাহ ও ইকরামুল রাকিবুউল্লাহ মিলে গোপনে গাছগুলো বিক্রি করে করে দেয়। এ বিষয়ে হাসান উল্লাহ বলেন আমার বাবার সম্পত্তি সেই সূত্র ধরেই আমরা গাছগুলো বিক্রয় করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তোপের মুখে পড়ে যান। তিনি বলেন আমরা ভাইয়েরা মিলে বিক্রয় করেছি বোনদের জানানো হয় নাই তবে এ টাকা সবার মধ্যে বন্টন করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল নাদের এর ছেলে রোস্তম গাছগুলো ক্রয় করেন। এ বিষয়ে নাদের মেম্বার বলেন আমার ছেলে গাছগুলো ক্রয় করেছে ।আমি ঘটনাটি জানার পরে গাছগুলো সাতপাখিয়া বাজারের পাশে রেখে দিয়েছি । এ বিষয়ে দুই পক্ষের থানায় মীমাংসার কথা রয়েছে । আমি সকলের সিদ্ধান্ত মোতাবেক গাছগুলো পরবর্তী বিক্রয় করব। এ বিষয়ে খোকসা থানার তদন্ত ওসি মামুনুর রশিদ বলেন থানায় দুই পক্ষের লিখিত অভিযোগ এসেছে। ১৮ ইং সেপ্টেম্বর দুই পক্ষের নিয়ে বসাবসির কথা আছে।
Leave a Reply