1. nannunews7@gmail.com : admin :
November 19, 2025, 10:44 am

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই ঃ ডিসি সাইদুল ইসলাম

  • প্রকাশিত সময় Monday, September 12, 2022
  • 91 বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর জেলা পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল  ১০ টায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। কুষ্টিয়া সুগার মিল (কেএসএম) স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের এর উদ্বোধনী খেলায় ১২টি দলের মধ্যে (বালক) ৬ ও (বালিকা) ৬টি দল অংশগ্রহন করে। আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এসময় প্রধান অতিথি বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা স্মরণে ২০১২ সাল থেকে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিলো। জেলার ছোট্ট সোনামনিরা এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ে কৃতিত্ব রেখে চলেছে। এবারও এই টুর্নামেন্ট থেকে বিভাগীয় পর্যায় ও জাতীয় পর্যায়ে কুষ্টিয়া জেলায় কৃতিত্ব বয়ে আনবে। তিনি এসময় আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা চালিয়ে যেতে হবে। সকল পিতা-মাতার প্রতি তিনি আহবান করেন সন্তানের প্রতি যতœশীল হতে হবে এবং তাদের সঠিক পথে পরিচালিত করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.ন.ম.আবুজর গিফারী,অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা,উপজেলা নিবার্হী অফিসার সাধন কুমার বিশ^াস। এ সময় আরো উপস্থিত ছিলেন,পিটিআই সুপার আফসারী খানম, জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,ছানাউল হাবিব। উপজেলা শিক্ষা অফিসার সিরাজুম মুনিরা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার(সদর) অলিউর রহমান,হাফিজুর রহমান,এ এস এম কামরুজ্জামান,মোস্তাক মাহমুদ,হাবিবুর রহমান,ফারহানা শবনম,শিপ্রা রাণী বিশ^াস,কুমারখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম ও খোকসা উপজেলা সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলামসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640