কাগজ প্রতিবেদক ॥ বাঙালির ঐতিহ্য পিঠা পার্বন’ ও বিজ্ঞানের উৎকর্ষতায় গড়ব আগামীর প্রজন্ম’ এ স্লোগানে দিনব্যাপী কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গন বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবে মুখরিত ছিলো।
সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি আবহমান বাংলার খাদ্য তালিকার অপরিহার্য অনুষঙ্গ পিঠাপুলিকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দিতে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হোসেন এই উদ্যোগ গ্রহণ করেন। অত্যন্ত পরিপাটি ও চমৎকার আয়োজনে রকমারি পিঠার সমাহারে এবারের উৎসব সকাল থেকেই ব্যাপক উপস্থিতির ইংগিত দেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেওয়া ভোজন রসিক ও সংস্কৃতি প্রেমিক মানুষের কল কাকলিতে উৎসবস্থল মুখরিত হয়ে ওঠে। পিঠা উৎসবের পুরো সময়জুড়ে ছাত্রছাত্রী, স্কুলের অন্যান্য শিক্ষক কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আনন্দ উপভোগ করেন। এদিকে বিজ্ঞান মেলা ২০২২ উপলক্ষে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তাদের বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে। এসময় উপস্থিত ছিলেন ইবি থানার অফিসার ইনচার্জ আননূর যায়েদ। তিনি শিক্ষার্থীদের আবিষ্কার দেখে বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে পারবে, এমন আশা প্রকাশ করেন তিনি। লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের এমন আবিষ্কারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হোসেন বলেন, ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরা তিনি গর্বিত। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত করে তাদের মেধাকে জাগান দিয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন, পদার্থ এবং জ্যোতির্বিদ্যার ধারণাও তুলে ধরার চেষ্টা করেছে এই ক্ষুদে (শিক্ষার্থী) বিজ্ঞানীরা। দিনব্যাপী মেলায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply