মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় রওনক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। রোববার বেলা আড়াইটার সময় উপজেলার মশান বাজারে সিএনজি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় রওনক কে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত রওনক উপজেলার বারুইপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলামের একমাত্র পুত্র। মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মশান বাজারে রওনকের মোটরসাইকের সাথে কুষ্টিয়াগামী একটি সিএনজি’র মুখোমুখী সংঘর্ষ হয়। এতে রওনক মাথায় গুরুত্বর আঘাত পেয়ে মৃত বরণ করেন।
Leave a Reply