খোকসাপ্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে স্বামী নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। গতকাল রবিবার সকালের দিকে সন্তোষপুর গ্রামের স্বামীর বাড়িতে স্বামীর হাতে নির্যাতনের শিকার বিলকিস খাতুন ৩০।বিলকিস খাতুন বলেন স্বামী শাহজাহান মৃধা তাকে সকাল বেলা তর্কবিতর্কের এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ৫ নং বেডে তিনি ভর্তি রয়েছেন। তিনি আরো বলেন বিয়ের পর থেকেই আমাকে দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। শাজাহান মৃধা খোকসা শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত মসলেম মৃধার ছেলে । এ বিষয়ে খোকসা থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
Leave a Reply