1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 2:54 am
শিরোনাম :
কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা মিরপুরে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার ৫ ডিগ্রিতে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে জনজীবন, ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা বিএনপির ৩১ দফায় ক্রীড়ার প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে: শরীফুজ্জামান শরীফ ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার রাগীব রউফ কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ভেড়ামারা বিএনপি নির্বাচনে পোস্টার, ড্রোন ও এআই ব্যবহার করা যাবে না মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের স্বরাষ্ট্র উপদেষ্টা ১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে নভেম্বরে ১০ দিনে রেমিট্যান্স এলো ১৩৪২০ কোটি টাকা

কোন ভাবেই বন্ধ হচ্ছে না রাতে জুগিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন

  • প্রকাশিত সময় Saturday, September 10, 2022
  • 102 বার পড়া হয়েছে

ইজারা দেয়া হয়নি জুগিয়া বালু ঘাট

কাগজ প্রতিবেদক ॥ নদী থেকে বালি উত্তোলন নিয়ে সরকার একটি নীতিমালা রয়েছে। নীতিমালা অনুযায়ী রাতে বালি উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গত ১৩ জুন  সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সংলাপের আয়োজক ছিল বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। কে শোনে কার কথা। এটিই হচ্ছে রক্ষক যখন ভক্ষক হওয়ার আলামত। কুষ্টিয়া পৌরসভার প্রাণকুলে অবস্থিত ১৫নং ওয়ার্ডের জুগিয়া বালিঘাট। কখনো তারা ভেবেছিলনা যে এই এলাকাটি এমন অবহেলিত এলাকা হিসেবে বিবেচিত হবে। কুষ্টিয়া পৌরসভার একমাত্র এই ওয়ার্ডটিই নাগরিক সুবিধা থেকে অনেকটা পিছিয়ে শুধু মাত্র বালির ঘাট থাকার কারণে। রাস্তাঘাটের উন্নয়ন তো হয়নি শুধু উন্নয়ন হয়েছে বালু উত্তোলনকারীদের। বর্ষাকালে কাঁদা আর শুস্ক মৌসুমে ধুঁলা বালির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় এই এলাকার মানুষদের। এগুলো একপর্যায়ে সহনিয় পর্যায়ে চলে এসেছিল বালির ঘাট বন্ধ হওয়ার কারণে। কিন্তু হটাৎ করে রাতে আঁধারে প্লেটর, স্কেবেরট ব্যবহার করে বড় বড় ড্রামট্রাক ও শব্দ যন্ত্র ট্রলি দিয়ে বালি কেঁটে নিয়ে যাওয়া হচ্ছে। নির্ঘুম রাত জেগে আতঙ্কের মধ্যে রাত কাঁটাতে হচ্ছে স্থানীয়দের। কোন ভাবেই যখন বন্ধ হচ্ছে না রাতে আঁধারে অবৈধভাবে বালি উত্তোলন তখন নিরুপায় হয়ে দিনের আলোয় বালি কাটার দাবি জানিয়েছে স্থানীয়রা। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সমস্থ চাপ পড়েছে এই জুগিয়া বালি ঘাটের উপর। তাই প্রচন্ড গরমে বন্ধ দরজা জানালা ঘরে ধুঁলোবালি আস্তরণ আর মাত্রাধীক শব্দ দূষনের মধ্যে নির্ঘুম রাত কাঁটাতে হচ্ছে তাদের। এই বিষয়ে জুগিয়া হাটপাড়ার আমানত আলী বলেন , এসব দেখে মনে হয় সব কিছু বিক্রি করে এলাকা ছেড়ে চলে যায়। এছাড়া একই এলাকার জনজেল আলী, রাজ্জাক, মিজবার, শহিদুল ইসলাম, আমুদ আলী, পল্লব, ফাহিম, সেলিম উদ্দিন, কিরন, ফরহাদ শেখ, আকাশ, বাবলু শেখ, জোহা, কাজল, আইনুল, আরজু, রসকার, জনি শেখ। বটতলা পাড়ার হাজী রুহুল আমীন, মনি, আলিফ উদ্দিন, মামুন আলী, টোকন, সেন্টু মেম্বর, লাল্টু, ছয়ফার শেখ, মুনজুসহ আরও অনেকে রাতের আঁধারে বালি কাঁটার প্রতিবাদ জানিয়েছেন। এরা সবাই রাতের আঁধারে বালি কাটার বিষয়ে জানিয়েছেন ভিন্ন ভিন্ন অভিমত। তারা কেওই চাচ্ছে না যে তাদের রাতে ঘুম হারাম হোক। শুধু তাই নয় গোরস্থান পাড়া থেকে ভাটাপাড়া, দর্গাপাড় ঐ দিকে জুগিয়া হিন্দু পাড়া বটতলা পাড়া, স্কুলপাড়া, মন্ডলপাড়াসহ সকল এলাকার মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই রাতের আঁধারে বালি উত্তোলন। নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করলেও বালি উত্তোলন বন্ধে সর্বচ্ছ সহযোগিতার জন্য তারা একত্তাবন্ধ রয়েছেন বলে জানান তারা। যখন সরকারীভাবে ইজারা বন্ধের ঘোষণা করা হয় তখন এলাকাতে একপ্রকার সস্তির আশ্বাস মিলেছিল তাদের। দীর্ঘদিনের এই ধ্বংস চক্রের হাত থেকে এলাকাটি রক্ষা পাওয়ায় মানুষ তাদের কষ্টের দিনগুলির কথা ভুলতে বসেছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ রাতের আঁধারে কে বা কাহারা শত শত ড্রামট্রাক ও শব্দ যন্ত্র ট্রলি দিয়ে বালি কেঁটে নিয়ে যাচ্ছে। এতে হুমকীতে রয়েছে স্থানীয়রা। যখন বালির ঘাট স্বচল ছিল সেই সময় থেকে এলাকার রাস্থা ঘাট বিধ্বংসিত আজও সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিপাতে চলাচলে জরাজীর্ণ অবস্থা হলেও মানুষ মেনে নিতে পেরেছে। নতুন করে সপ্ন দেখতে শুরু করেছে ঘড় বাড়ি নির্মানের দিকে। যেখানে আগে কোন আত্বীয় স্বজনেরা এলাকাতে যেতেই চাইতো না সেখানে অন্য এলাকার মানুষ অবকাঠানো তৈরির জন্য যায়গা খুঁজে বেরাচ্ছে। ঘুড়ে দাঁড়াতে চেয়েছিল মানুষগুলো। হয়তো রাস্তাটি সংস্কার হলে আধুনিক একটি বাসযোগ্য স্থান হবে ঐ এলাকাটি। এরি মধ্যে নতুন করে শত শত ড্রামট্রাক ও ট্রলি দিয়ে রাতের আঁধারে বালি কাঁটায় এলাকাবাসীদের ভাবিয়ে তুলেছে। সুত্রে জানা যায়, রাত যত গভীর হয় ততই বালি কাঁটার হিড়িক পড়ে এই বালির ঘাটে। ঐ বালির ঘাটে চলাচলের জন্য দুইটি রাস্তা ব্যবহার হয় একটি ঘাট হতে কানাবিল মোড় সড়ক আরেকটি বালিঘাট হতে হাটপাড়া দিয়ে ত্রিমহোনী সড়ক। তবে ত্রিমহোনী সড়কের রাস্তা থেকে পাথরগাদী ও মাদ্রাসা মোড়েও উঠা যায়। মূলত রাতে হাটপাড়ার ওই সড়কটি ব্যবহার করেই বর্তমানে বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে এলাকা সূত্রে উঠে এসছে। রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত দলে দলে ড্রামট্রাক ও ট্রলির হিড়িক পরে বালির ঘাটে। যানবাহনের শব্দে এলাকা জুড়ে মানুষের ঘুম যেন হারাম হচ্ছে। কে বা কাহাদের সহযোগীতায় বালি কাঁটা হচ্ছে তা সুনির্দিষ্ট করে বলতে পারছে না কেউই। তবে একজন বালুখেকো নেতার নির্দেশনায় এসব শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে এর পিছনে যেই থাকুক না কেনো আইন সবার জন্য সমান হওয়া উচিৎ বলে মনে করেন স্থানীয়রা। এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানা, ঐ ঘাটে বালি কাটার বিষয়ে আমি কিছু জানিনা। আমাকে বিষয়টি দেখতে হবে। এই বিষয়ে এডিসি রেভিনিউ মোঃ সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, নতুন করে জুগিয়া বালিঘাট ইজারা দেয়া হয়নি। সেখানে যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে বালি উত্তলোন করে থাকে তাদের বিষয়ে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই বিষয়ে আমাদের মোবাইল টিম তৎপর রয়েছে বলে জানান তিনি। তবে কথা গুলো শুধু বক্তব্যে বাস্তবায়নে কোন ভুমিকা চোঁখে পরায় আতঙ্ক আরও স্বচুর হচ্ছে। সেই সাথে ভাবিতে তুলছে এলাকাবাসীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640