আজ কেন্দ্রীয় বোর্ড সভা
কাগজ প্রতিবেদক ॥ আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় নেতা কর্মিদের উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে চারিদিকে। আজ দলের মনোনয়ন বোর্ডের সভা। এ সভাতেই সিন্ধান্ত হবে কে হবেন কাকে দেয়া হবে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী। কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ এখন চূড়ান্ত পর্যায়ে। এ জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য কুষ্টিয়া জেলার বেশ কয়েকজন নেতা তৎপরতা চালাচ্ছেন। তদবির চালাতেই তাঁরা এখন ঢাকায় অবস্থান করছেন। তবে কার ভাগ্যে জুটতে পারে দলীয় মনোনয়ন এমন আলোচনা দলীয় নেতাকর্মীদের মাঝে বেশ চাউর হয়ে উঠেছে। তবে গতকাল থেকে জেলা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। দৌড়ে থাকা নেতাদের মধ্যে থেকে নয় বরং আসছে পরিবর্তন। প্রকাশিত নেতাদের সাথে এবার জেলার আরেক নেতার নাম যুক্ত হয়েছে। তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডঃ শেখ হাসান মেহেদী।
এ্যাডঃ শেখ হাসান মেহেদীর দীর্ঘ রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায় বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য, ২০১৫ সালে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটি। সাবেক সদস্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ১৯৯৫ সালে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ১৯৯১-৯৩ সাল পর্যন্ত কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের ১৯ ও ২০ তম জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপ-পরিষদের সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন। কোর্টপাড়া কাজী নজরুল ইসলাম সড়কস্থ শেখ মোঃ রজব আলী ও মিসেস সালেহা খাতুনের পুত্র শেখ হাসান মেহেদীর রাজনৈতিক জীবনের সুচনা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের আদর্শের সংগঠন আওয়ামীলীগ পরিবারে জন্ম ও বেড়ে উঠার মধ্যদিয়ে। ১৯৮৪ সালে স্কুল জীবনে ছাত্রলীগ করাকালিন সময়ে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহন। ১৯৮৫ সালে পিতার কর্মস্থল ভান্ডারীয়া থানায় আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ভান্ডারিয়া বিহারী হাই স্কুল মাঠে গণতন্ত্রের মানস কন্যা শেখ হাসিনার জনসভায় সক্রিয় অংশগ্রহন। রাজপথের আন্দোলন সংগ্রামকারী সাবেক এই ছাত্র নেতা শেখ হাসান মেহেদীর রাজনৈতিক জীবনে অনেক নির্যাতন, কারাবরণের স্মৃতিও রয়েছে। ১৯৯৩ সালে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন কালে ওই বছর ৯ই মার্চ ছাত্রদল কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলায় কুষ্টিয়া ডিসি কোর্টের তৎকালীন মাজিষ্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেল গুলিবিদ্ধ হন। এ সময় পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং কেবিনে থাকাকালীন জননেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে তার উপর হামলার বিষয়টি উপস্থাপন করেন তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। ১৯৯২ সালের ২৮ জানুয়ারী ছাত্র শিবির কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে কারাবরণ করেন। ছাত্রদল কর্তৃক দায়েরকৃত মামলায় ২৪ ফেব্রুয়ারী ১৯৯২ সালে গ্রেফতার হন এবং কারাবরণ করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী আন্দোলনে প্রতিটি রাজনৈতিক কর্মসুচীতে সক্রিয় ভুমিকা রাখেন এ সময় বেশ কয়েকবার পুলিশী হয়রানির শিকার হতে হয়। ২০০৪ সালে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার সময় ২৩ বঙ্গবন্ধু এভিউনিউতে সন্ত্রাস বিরোধী সমাবেশ চলাকালে জননেত্রী শেখ হাসিনার উপর বর্বোরিচত গ্রেনেড হামলার সময় শেখ হাসান মেহেদী প্রাণে বেঁচে যান। ওই বছরই ২৪ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকায় হরতারের সমর্থনে মিছিল থেকে গ্রেফতার হন এবং রাতে রমনা থানায় অমানুষিক নির্যাতনের শিকার শেষে জেল হাজতে প্রেরণ করা হয়। দীর্ঘ ১৫ দিন কারাবরণ শেষে জননেত্রী শেখ হাসিনাকে সালাম করতে যান এ সময় নেত্রী তার মাথায় হাত রেখে বলেছিলেন, তোমাদের দিয়েই আমি আওয়ামীলীগ করাব,। ২০০৭ এর ১/১১ সেনা সমর্থিত ফখরুদ্দিন-মঈনউদ্দিন এর তত্বাবধায়ক সরকারের অধিনে ২০০৭ সালের ১৬ জুলাই দেশ রতœ শেখ হাসিনাকে গ্রেফতার করার প্রতিবাদে কুষ্টিয়া শহরে ছাত্রলীগের উদ্যোগে মিছিল করলে রাতে কোর্টপাড়া বাড়ীতে যৌথ বাহিনী অভিযান চালায় তাকে না পেয়ে বাড়ীর অন্যসব লোকদের উপর নানা অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ সময় শেখ হাসান মেহেদীর ঘরের সব জিনিস পত্র নিয়ে যায়। এমন নানা আন্দোলন সংগ্রামে এ্যাডঃ শেখ হাসান মেহেদী গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন। গুঞ্জনকারীরা বলেছেন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদি তে মনোনয়ন পেতে অনেক ত্যাগ, পরীক্ষিথ নেতা মনোনয়ন উত্তোলন, জমা দিয়েছেন। এ পদটিতে এমন নিবেদিত ব্যক্তিদের মনোনয়ন দিলে মন্দ হয় না। কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদের জন্য এ্যাডঃ শেখ হাসান মেহেদীও মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছেন। এ ছাড়াও সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আমিনুর ইসলাম রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান ও জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক রয়েছেন। তবে গুঞ্জন ছড়িয়েছে জেলা জুড়ে আসছে পরিবর্তন। এ ব্যাপারে এ্যাডঃ শেখ হাসান মেহেদী জানান, আওয়ামীলীগ, জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। উন্নয়নমুখী কুষ্টিয়ায় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে দলের নিবেদিত নেতা কর্মিদের ঐক্যবদ্ধ করতে হবে, আগামী নির্বাচনে নিবেদিত নেতা কর্মি ছাড়া নির্বাচন মোকাবেলা সম্ভব নয়। তাই কুষ্টিয়া জেলা পরিষদের মনোনয়ন পেলে সকলকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য কাজ করতে চাই।
Leave a Reply