কাগজ প্রতিবেদক ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া মসজিদ বাড়ি লেনে দরিদ্র শারিরীক প্রতিবন্ধী একজনকে হুইলচেয়ার দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করেন সভাপতি রোটাঃ আবু হাসান লিটন। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর রোটাঃ মোঃ ওবাইদুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটাঃ সৈয়দা হাবিবা, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ অ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, রোটাঃ রুয়াইম রাব্বি, রোটাঃ বরেন পোদ্দার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কৌশিক আহমেদ প্রমুখ। ক্লাবের সেক্রেটারি রোটাঃ তুষার বাবু রতন হুইলচেয়ারে কোনো সমস্যা বা বিকল হলে ক্লাবকে জানানোর জন্য তার পরিবার ও পৌর কাউন্সিলরকে অনুরোধ জানান। উউল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ২৪ মার্চ ক্লাবের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে একটি হুইলচেয়ার মাননীয় সংসদ সদস্য মোঃ মাহবুবউল আলম হানিফের মাধ্যমে তাকে প্রদান করা হয়।
Leave a Reply