কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে অসামাজিক কাজে লিপ্ত হওয়ায় এক সময়ের চিহৃিত সন্ত্রাসী ও চরমপন্থি আব্দুল আলীম প্রামাণিক (৩৭) কে গণপিটুনির পর কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১১ টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের সরদার পাড়ায় এঘটনা ঘটে। তিনি ওই এলাকার বিলাই প্রামাণিকের ছেলে। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। তাঁর হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। তাঁর মাথায় ও শরীরে গুরুতর জখম রয়েছে। এছাড়াও তাঁর পেটে আগুন দিয়ে পোড়ানোর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা বলছেন, পরকীয়া করতে এসে গ্রামবাসীর কাছে ধরা পড়ে আলিম। এসময় গ্রামবাসী তাঁকে পিটিয়েছে। তবে আহতের স্বজনরা দাবি করছেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা আলিমকে ডেকে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে মারপিটের পর এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলীমের সাথে দয়রামপুর সর্দার পাড়ার এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয?া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । সম্পর্কের জেরে রবিবার রাতে আলীম সেই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে এবং অবৈধ কার্যকালাপে লিপ্ত হয়। এসময় প্রতিবেশীরা টের পেয়ে আলীমকে গণপিটুনিসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তার শরীর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর খবর পেয়ে আহত অবস্থায় আলীমকে সড়কের পাশ থেকে উদ্ধার করে পুলিশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও তাঁর অববস্থা ক্রমেই আশঙ্কাজনক হওয়ায় সোমবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আরো জানা গেছে, আব্দুল আলীমের বিরুদ্ধে বিগত দিনে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে এই অঞ্চলে চরমপন্থী সন্ত্রাসী হিসেবে পরিচিত রয়েছে । এবিষয়ে আলিম প্রামাণিকের ভাতিজি সম্পা খাতুন বলেন, ‘ পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা আমার চাচাকে ডেকে নিয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে মারপিটের পর এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তিনি এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা খুবই খারাপ। কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, পরকীয়া প্রেম সংক্রান্ত জেরে এ ঘটনা ঘটতে পারে। তিনি চিকিৎসাধীন রয়েছেন। এক সময়ে তাঁর বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন মামলা ছিল। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
Leave a Reply