স্পোর্টস ডেস্ক । প্রথম রাউন্ডের লড়াইয়ে আফগানদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় রাউন্ড তথা সুপার ফোরে এবার আবারও মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এবার লড়াইটা হবে কেমন?
তার আগে আজ শারজায় টস নামক ভাগ্যের খেলা জয় পেয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকাই। টস জিতেই চোখ বন্ধ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবিকে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ১০৫ রানে অলআউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে মাত্র ১০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।
পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করে মোহাম্মদ নবির দল। গ্রুপের শেষ ম্যাচে শ্বাসরূদ্ধকর লড়াইয়ে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে শ্রীলঙ্কাও।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত কেন নিলেন লঙ্কান অধিনায়ক দাসুন সানাকা, তা জানিয়েছেন তিনি নিজে। সানাকা বলেন, ‘আমরা রান তাড়াটাই সবচেয়ে ভালো করতে পারি। সে ধারাবাহিকতাই ধরে রাখতে চাই। এই ম্যাচে আমরা চাই ভালো কয়েকটি জুটি গড়তে। এটাই এখন আমাদের মূল সমস্যা। তার করতে পারলে ম্যাচেও ভালো করবো।’
আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘আমরাও চেয়েছিলাম, যেভাবেই হোক প্রথমে ব্যাট করতে। আমরা চেষ্টা করবো স্কোরবোর্ডে ভালোকিছু রান তোলার। গত কয়েক ম্যাচে বোলাররা যেভাবে খেলেছে, তাতে সত্যিই আমি খুশি। আশাকরি আজও তেমন পারফরম্যান্স দেখবো। শারজায় উইকেট কিছুটা মরা, হার্ড। আমরা এখানে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছি। সুতরাং, এখানে খেলতে সমস্যা নেই আমাদের। আমরা এরই মধ্যে এখানে একটি ম্যাচ খেলে গেছি।’
শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন আনা হয়নি। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে তারা। আফগানিস্তান একটি পরিবর্তন এনেছে। আজমতউল্লাহ ওমরজাই শরীর খারাপ থাকার কারণে খেলতে পারছেন না। তার পরিবর্তে এসেছেন সামিউল্লাহ সেনওয়ারি।’
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আশালঙ্কা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন সানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা।
আফগানিস্তান একাদশ
হযরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, সামিউল্লাহ সিনওয়ারি, নাভিন-উল হক, মুজিবুর রহমান, ফজল হক ফারুকি।
Leave a Reply