১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা সদস্যের হাতে প্রাণ হারান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ ঘটনার অনুসন্ধানে নেমে জানা গেছে, ৯১ সালে বিএনপির প্রথমদফা শাসনামলে কার্যত ‘ধামাচাপা’ অবস্থায় ছিল মামলাটি। ৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে এ মামলায় পুলিশ তদন্তের জন্য আদালতে সময়ের আবেদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। ৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে সিআইডি’র মাধ্যমে তদন্ত করে মামলাটি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেও আদালতে একবারও আসেননি সেদিনের ঘটনায় সার্কিট হাউসে থাকা জিয়াউর রহমানের দলের মহাসচিব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদাও। বিএনপি নেতাদের অসহযোগিতার কারনে তত্বাবধায়ক সরকারের আমলে সিআইডি এ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর কয়েকদিন পরেই ২০০১ সালে বিএনপি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসে। কিন্তু বিএনপি’র এ ৫ বছরেও সিআইডির জমা দেওয়া সে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে কোনো নারাজি আবেদন আদালতে দাখিল করা হয়নি। এভাবেই জিয়াউর রহমান হত্যার ঘটনার বিচার বাংলাদেশের মানুষ দেখেনি। আজ যারা জিয়ার কবর নিয়ে মায়া কাঁন্না করছে তারাও জানে এ হত্যাকান্ডের পর জিয়ার লাশ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে ব্রিগিডিয়ার হান্নান শাহ্’র বক্তব্য অনুসারে, পাহাড়ের পাদদেশে মাটি চাপা দেওয়া যে তিনটা লাশ পাওয়া গিয়েছিল তা ছিল পঁচা, গলিত এবং বিকৃত। এ লাশের যেমন যথাযথ সুরতহাল করা হয়নি, তেমনি সেদিন হয়নি কোন ময়নাতদন্ত। সেদিন এলাকাবাসীও বলেছিল, লাশগুলো কবর দেওয়ার সময় বলা হয়েছিল তারা পাহাড়ের গুলাগুলিতে নিহত হয়েছিল। এসব কথা উঠে এসেছে, জিয়াউর রহমানকে নিয়ে লেখা পুলিশের সাবেক এক আইজিপির বইয়ে।
ফলে, সম্পূর্ণ অনুমানের উপর ভর করেই কিছু লোক এসব অজ্ঞাত লাশের অংশবিশেষ ঢাকায় উড়িয়ে নিয়ে মাজার বানানোর কাজটি করেন। অথচ আজকের দিনেও ডিএনএ পরীক্ষার মাধ্যমে জিয়ার লাশের রহস্য খুঁজে বের করা আনা সম্ভব যা বিএনপি কখনোই মুখে উচ্চারন করেনা। বিএনপির এসকল রহস্যজনক কাজের কারনে জনমনে কিছু প্রশ্ন আসা স্বাভাবিক।
জিয়াউর রহমান খুনের বিচারে কেন বিএনপির অনাগ্রহ?
খালেদা জিয়া কেন স্বামী হত্যার রহস্য উদঘাটন করলেন না?
তারেক জিয়া কেন পিতা হত্যার বিচারের দাবীতে একটা বাক্য উচ্চারন করেনা?
বিচার শুরু হলে জিয়ার লাশ কোথায়- এ রহস্যের জট খুলবে- এটাই কি বিএনপির ভয়?
নাকি জিয়া হত্যায় জড়িতদের নিয়েই পরবর্তীতে খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব সাজিয়েছে?
ইতিহাসের নির্মম সত্যগুলো জনসম্মুখে আসা প্রয়োজন। সংগৃহীত ফেসবুক।
Leave a Reply