৬৬ লিটার চোলাই মদসহ বিক্রেতা আটক
ধরাছোঁয়ার বাইরে মদদদাতারা
কাগজ প্রতিবেদক ॥ কুমারখালী শহরের চিহ্নিত মাদক আস্তানায় অভিযান চালিয়ে ৬৬ লিটার চোলাই মদসহ সাদেক হোসেন (৬০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব -১২। শনিবার দুপুরে কুমারখালী পাবলিক লাইব্রেরী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকার আজমত আলী শেখের ছেলে।
শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান। তিনি জানান, শনিবার দুপুরে কুমারখালী থানাধীন পাবলিক লাইব্রেরীর পাশে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৬৬ লিটার চোলাই মদ (যাহার মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা) সহ মোঃ সাদেক হোসেন(৬০) গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং উদ্ধারকৃত আলামতসহ থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে শহরের চিহ্নিত মাদকদ্রব্যের আস্তানায় র্যাব অভিযানের খবরে জনমনে নানাগুঞ্জন শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান ওই এলাকায় কথিত এক গুরুর ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ মাদকের কারবার চলে আসছে। স্থানীয?রা এই মাদক কারবারের বিষয়ে মুখ খুলতে সাহস পান না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, পৌর এলাকায় আরো অনেক মাদকের স্পষ্ট রয়েছে।
Leave a Reply