1. nannunews7@gmail.com : admin :
November 18, 2025, 1:43 am
শিরোনাম :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় বিকাশ এজেন্ট’র স্টাফ নিহত কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মেহেদী রুমী ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনা ও আসাদ্জ্জুামান খাঁন কামালের মৃত্যুদন্ড দৌলতপুরে হত্যা মামলার ৩ সন্ত্রাসী গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ১৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুই নবজাতকের মৃত্যু শেখ হাসিনার ফাঁসির রায়ে মিরপুরে আনন্দ মিছিল চুয়াডাঙ্গায় শহীদ শুভ’র মা চম্পা খাতুনের হৃদয়বিদারক আহ্বান শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলেই শান্তি পাব ইবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার ইবিতে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে মেহেদী ও নবান্ন উৎসব

কুষ্টিয়া সরকারী কলেজ অডিটোরিয়ামে ওষুধ কোম্পানীর সেমিনার ও ভুড়িভোজ !

  • প্রকাশিত সময় Saturday, September 3, 2022
  • 1174 বার পড়া হয়েছে

ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মাসুদ স্যারের স্ত্রী একজন মেডিকেল পার্সন

কলেজ প্রতিবেদক ॥ সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্ধকৃত ছাত্র সংসদ কক্ষটি বেদখল, নেই শারীরিক কসরতের জন্য বিএনসিসির কক্ষ, নেই ক্যাফেটরিয়া এখন আছে শুধু সাধারণ শিক্ষক-শিক্ষিকাদের জন্য একটি অডিটোরিয়াম সেটিও ওষুধ কোম্পানীর দখলে যাওয়ার উপক্রম। এমন অভিযোগই পাওয়া গেছে কুষ্টিয়া সরকারী কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির এক আদ্যপ্রান্ত মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার মানুষ হলেও হালে তিনি একজন খাঁটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সেজে কলেজের সব কিছু গোগ্রাস করছেন করতে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। সাধারণ শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাথে নেই তার দৈনন্দিন সৌজন্য স্বাক্ষাত বা যোগাযোগ। বাংলো থেকে আসেন নিজের ইচ্ছায় যান আবার নিজ ইচ্ছায়। এমন নানা অভিযোগও রয়েছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে।

সুত্রটি জানায়, গত ১ সেপ্টেম্বর কলেজের সাধারণ শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নানা জানিয়েই ‘ ইনসেপ্টা ওষুধ কোম্পানীকে কলেজের অডিটোরিয়ামটি ভাড়া দিয়ে সেমিনার ও দিনভর ভুড়িভোজের ব্যবস্থা করেন কলেজের অধ্যক্ষ। সরকারী কলেজের মত একটি ঐতিহ্যবাহী কলেজের এমন হাল হকিকত দেখে কয়েকজন সাধারণ ছাত্র প্রতিবাদ করলে অধ্যক্ষ ওই সকল ছাত্রদের নানা রকম হুমকি-ধামকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সুত্রটি বলছে, কাজী মনজুর কাদির একজন আওয়ামী বিদ্বেষী লোক। কিছুদিন আগে তিনি কলেজের শহীদ মিনারের পাশে যেখানে বঙ্গবন্ধু চত্বর রয়েছে সেটা পরিবর্তন করে ‘ হিমু’ চত্বর নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। পরে সাধারণ ছাত্র-ছাত্রীদের প্রতিবাদের মুখে তা বন্ধ করেন।  এ ছাড়া কলেজে দীর্ঘদিন থেকে নানা রকম অনিয়ম, দুর্নীতিতে পর্যদুস্থ হয়েছে। সুত্রটি জানায়, ১ সেপ্টেম্বর মোটা অংকের অর্থের বিনিময়ে কলেজের ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক মাসুদের মেডিকেল পার্সন। স্ত্রীর পেশাগত আধিপত্যের জন্য স্বামীর খোদ কলেজের অডিটোরিয়ামই বেছে নেন তিনি। এর পর ইনসেপ্টা কোম্পানীর ব্যানারে দিনভর কলেজের অডিটোরিয়ামে চালান, অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন কারভিক্যাল ক্যানসার এন্ড প্রিভেনশন’ প্রোগ্রাম। সেখানে কলেজের কোন শিক্ষক, শিক্ষিকা ছিলেন না। দাওয়াত দেয়া হয় নাই কোন ছাত্র প্রতিনিধিকেও। বিধি অনুযায়ী কলেজ অডিটোরিয়ামে কলেজ সংশ্লিষ্ট অনুষ্ঠান, শিক্ষক, শিক্ষিকাদের যৌথ উদ্যোগে সভা, সেমিনার হওয়ার কথা। একটি কলেজ অডিটোরিয়ামে ওষুধ কোম্পানীর দিনভর ওষুধ বিক্রির প্রচার-প্রচারণা সাথে ভুড়িভোজ  হলো তা সকলকে ভাবিয়ে তুলেছে। এ ব্যাপারে সরকারী কলেজ শিক্ষক সমিতির নেতা লাল মোহাম্মদ জানান, আসলে ছাত্ররা যে সব অভিযোগ করছে তা পুরো সঠিক নয়। অডিটোয়িাম কোন ওষুধ কোম্পানীকে ভাড়া দেয়া হয় নাই। একটি মানবিক বিষয়ে তারা একটা সেমিনার করতে চেয়েছিল আমরা শুধু তাদের সহযোগীতা করেছি। এর বেশি কিছু নয়। কথা হয় কলেজ ছাত্রলীগ নেতা ফেরদৌসের সাথে তিনি জানান, সরকারী কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এ কলেজের হোষ্টেলের ছাত্র-ছাত্রীরা কত কষ্টে থাকে। সে সব বিষয়ে অধ্যক্ষের সাথে কথা বলতে গেলে তিনি কর্ণপাত করেন না। আমরা দীর্ঘদিন থেকে এখানকার সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য কলেজের ছাত্র সংসদের কক্ষটি দাবী করে আসছি যেখানে সাধারণ ছাত্র-ছাত্রীদের নানা রকম সহযোগীতা করা হতো। আপনারা জানেন সরকারী কলেজের ছাত্র সংসদ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্টান। সেটাকে তিনি দীর্ঘদিন কুক্ষিগত করে রেখেছেন। নির্বাচনের কথা বললে, সাধারণ ছাত্র-ছাত্রীদের নানা রকম অভাব-অভিযোগ নিয়ে গেলে তিনি দুর্ব্যবহার করেন। এখন কলেজের অডিটোরিয়াম ভাড়া দিয়ে খাচ্ছেন। ছাত্রনেতা ফেরদৌস অভিযোগ করে বলেন, অধ্যক্ষ কাজী মনজুর কাদির একজন বিএনপি পন্থী শিক্ষক। বিএনপির সময়ে তার চাকরী হয়েছে যতদুর জানি। জিয়ার প্রতি তার একটা আলাদা টান রয়েছে। আমরা যতদুর জেনেছি সামনে নির্বাচনে কলেজে ছাত্রদলের একটা আধিপত্য হয় সে ব্যাপারে ভেতরে ভেতরে তিনি কাজ করছেন। সে জানায়, ইতিমধ্যে তিনি কলেজ ফান্ড থেকে নানা অজুহাত দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামীলীগের নেতাদের সামনে নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক দেখান আর ভেতরে তিনি জিয়ার আদর্শ ধারণ করেন। এসব বিষয়ে তদন্তপুর্বক ওই দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন প্রয়োজন বলে মনে করি। অপর একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, অধ্যক্ষ কাজি মনজুর কাদিরের স্ত্রী একজন জামায়াত পন্থী মানুষ। বেশ কিছুদিন আগে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা গেছে। এ সব বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ কাজি মনজুর কাদিরের মুঠোফোনে যোগোযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640