ক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা
কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক মাহবুবা সিদ্দিকার বিরুদ্ধে ভুয়া ছাত্রলীগ পরিচয়ের অভিযোগ উঠেছে। মাহবুবা সিদ্দিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক সহ-সম্পাদক পরিচয় ভূয়া বলে দাবি করেন রোকেয়া হল ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। ইবির খালেদা জিয়া হলে ছাত্রীদের সিট বরাদ্দ দেয়ার সময় এক ছাত্রীকে ‘পুইত্তা ফালামু’ বলে হুমকি দেয় এই শিক্ষিকা। মাহবুবা সিদ্দিকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক। মাহবুবা সিদ্দিকা ভুক্তভোগী ছাত্রীকে বলেন, আমি রোকেয়া হল ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলাম। চিনো তুমি আমারে? তখন আমি কত পাওয়ার চালাইছিলাম তুমি জানো? তোমার এলাকার মেয়র টিটু ভাইকে চিনো? বইল্লা ওইখানে তোমারে পুইত্তা ফালামু। আমার বাড়ি কোথায় জানোস? আমার শ্বশুরবাড়ি কোথায় জানোস? আমার সাথে ফাইজলামি না? এলাকায়ও টিকতে পারবা না। এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাপের মুখে পরেন সেই শিক্ষিকা। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলাম। তারা আমাকে নিরাপত্তার আশ্বাস দেন। পরে মাহবুবা ম্যাডামকে ডাকলে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এখন আমি অনিরাপদ বোধ করছি না। তবে এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে রোকেয়া হলের ছাত্রলীগের সাবেক সভাপতি শারমিন সুলতানা লিলি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করে লিখেন, পত্রিকার মাধ্যমে জানতে পারলাম- ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ছাত্রীকে হুমকি দিয়েছেন; অভিযুক্ত ওই শিক্ষিকার একটা অডিও ফাঁস হয়েছে, যেখানে তিনি রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। বেশ কয়েকটি পত্রিকা এই ঘটনার নিউজ এমনভাবে করেছেন যেন ওই ঘটনার পুরো দোষ ছাত্রলীগের। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় ছাত্রলীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। তিনি আরও লিখেন, আমি ২০০৩-২০০৪ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রোকেয়া হলে থেকেছি এবং আমার বিশ্ববিদ্যালয় জীবনের একদম শুরু থেকেই আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম; এবং একসময় রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলাম। সে হিসেবে, অভিযুক্ত ওই শিক্ষিকাকে আমার চেনার কথা; যিনি রোকেয়া হল ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো পত্রিকায় প্রকাশিত ওই শিক্ষিকার ছবি অনেকক্ষণ দেখার পরেও আমি কোনভাবে উনাকে চিনতে পারলাম না। ছবি দেখে উনাকে খুব একটা সিনিয়র মনে হলো না, তবুও নিশ্চিত হওয়ার জন্য আমার আগের ও পরের কমিটি গুলোর বেশ কয়েকজন নেতৃবৃন্দকে উনার ছবি পাঠালাম। কিন্তু কেউই উনাকে চিনতে পারলো না। রোকেয়া হলের সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা ঐ পোস্টের কমেন্ট বক্সে অভিযোগ করে বলেন, আমি উনারে কোনোদিন হলে দেখেছি বলে মনে হয় না। এই পোস্টে প্রায় ৩ হাজার রিয়েক্ট ও ৩ শতাধিক কমেন্ট আসে। এতে রোকেয়া হল ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের কমেন্ট করতে দেখা যায়। তারা মাহবুবা সিদ্দিকার ছাত্রলীগের পরিচয় ভূয়া বলে দাবী করেন। এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাহবুবা সিদ্দিকার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে ক্ষুধে বাতা দিলেও কোন উত্তর মিলেনি।
Leave a Reply