কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালোঙ্কার, মোবাইল ফোন ও নগদ দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। ওই মালয়েশিয়া প্রবাসীর নাম মনিরুল ইসলাম। সে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন (৩০) বাদী হয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত মঙ্গলবার স্থানীয?রা চুরির সঙ্গে জড?িত সন্দেহে বাঁশি (৩৫) নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন। এ ঘটনায় থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ আগষ্ট দিবাগত রাত ১১টার দিকে বসতঘরের দরজা ভিতর থেকে লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত ১টার দিকে ঘুম ভেঙ্গে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা খাতুন তার কক্ষের দরজা খোলা সহ ঘরের মালামাল তছনছ অবস্থায় দেখতে পান। সে সময় তার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে দেখতে পান, ওই ঘরের সকল মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রোজিনা খাতুন জানান, অজ্ঞাতনামা চোরেরা তার ব্যবহৃত ১টি ভিভো মোবাইল ফোন সেট (০১৭৬১৫৩৯৯৬০), ড্রেসিং টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে ১ জোড়া স্বর্ণের রুলি বালা, ১টি আংটি, ৩ জোড়া দুল, ১টি ধান তাবিজ (ওজন প্রায় দুই ভড়ি) সহ নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। তাৎক্ষণিক এ ঘটনা বাড়ির সদস্যদের সহ প্রতিবেশীদেরকে অবগত করেন প্রবাসীর স্ত্রী রোজীনা খাতুন। পরে তিনি নিজেই বাদী হয়ে কুমারখালী থানায় কোন আসামীর নাম উল্লেখ ছাড়াই শুধু চুরি যাওয়া মালামালের বিবরন সহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ দায়ের করার প্রায় এক মাস অতিবাহিত হতে যাচ্ছে তবুও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয?নি। তবে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, চুরির ঘটনায় মামলা নেওয়া হবে এবং একজনকে গ্রেফতার করা হয?েছে। জড়িতদের অন্যদেরকেও গ্রেফতারে চেষ্টা চলছে।
Leave a Reply