কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূর বিষপানকে কেন্দ্র করে জামায়-শ্বশুর ও স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের, পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়রা গ্রামে এঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুপক্ষের ছত্রভঙ্গ করে দেন। এতে গৃহবধূর বাবা, শ্বশুরসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন-গৃহবধূর বাবা কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়ার মৃত হানিফ শেখের ছেলে আইয়ুব আলী (৫০), এলংগীপাড়ার স্বপন শেখের ছেলে উজ্জল শেখ (২৪), বানায়েত আলীর ছেলে তরিকুল ইসলাম (২২), মিলটন শেখ (২৭), চর আগ্রাকুন্ডা গ্রামের মুনা শেখের ছেলে কাসেম শেখ, শ্বশুর ভাড়ুরা গ্রামের মনোব্বর হোসেন, জাহাঙ্গীর আলম, আকছেতের স্ত্রী রিনা খাতুন। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পারিবারিক কলহের জেরে ভাড়রা গ্রামের নুরুল হোসেনের খাদিজা খাতুন বিষপান করেন। পরে তার স্বামী তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর গত শনিবার সকালে স্বামী নুরুল হোসেন স্ত্রীর স্বজনদের বিষপানের বিষয়টি জানায়। দুপুরে শ্বশুর আইয়ুব আলী ৬ থেকে ৮ জনকে নিয়ে জামায় নুরুলের বাড়িতে যায় এবং বাগবিতণ্ডায় একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। আরো জানা গেছে, হাতাহাতির বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ ঘটনায় জড়িয়ে পড়েন। পরে দু’পক্ষের পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে দুপক্ষের ছত্রভঙ্গ করে দেন। এঘটনায় গৃহবধূর বাবা, শ্বশুরসহ উভয়ে পক্ষের অন্তত ৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে জানতে চাইলে নুরুল হোসেন মুঠোফোনে বলেন, গত শুক্রবার মুরগীর ওষুধ খাওয়ানো কে কেন্দ্র স্ত্রী খাদিজা বিষপান করেছিল। বিষয়টি গত শনিবার শ্বশুর বাড়ির লোকজনকে খবর দিই। খবর পেয়ে শ্বশুর আমাকে হতার উদ্দেশ্যে ভাড়াটে লোকজন নিয়ে বাড়িতে আক্রমণ করেন। আক্রমণে আমার বাবা মাথায় আঘাত পান, প্রতিবেশি চাচীর হাত ভেঙে যায। পরে গ্রামের লোকজন ছুটে এসে আমাদের উদ্ধার করে। ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুরুল হোসেনের শ্বশুর আইয়ুব আলী। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তিনি বলেন, জামায়ের চরিত্র ভাল না। মেয়ে বিষপানের খবর পেয়ে কয়েকজনকে নিয়ে জামায় বাড়িতে গিয়েছিলাম। কিছু বলার আগেও ওরা (জামায়ের লোকজন) অতর্কিত হামলা চালায়। আমার ভাত ভেঙে গেছে। ভাই তরিকুলের পিটে আঘাত লেগেছে। ভাতিজা উজ্জলের হাতের রগ কেটে গেছে। ওরা দুইজন কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন।’ চাপড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক বলেন, ‘ নুরুল আমার সমর্থক। ওর স্ত্রী বিষপান করেছিল। এনিয়ে ওর শ্বশুর বাড়ির লোকজন হামলা চালায়। পরে তাদের সাথে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের লোকজন যোগ দেয় এবং পাল্টা ধাওয়া, হামলা, সংঘর্ষ হয়। আমার চারজন লোক আহত হয়ে চিকিৎসাধীন। আজ সন্ধায় থানায় অভিযোগ করব। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম টোটো বলেন, ‘ অপরিচিত কয়েকজন নুরুলের বাড়িতে যাওয়ার জন্য আমার পুকুরের পাহাড়াদার কাশেমকে নিয়ে যায়। পরে নুরুলের বাড়িতে বাগবিতণ্ডা, হাতাহাতি হয়। প্রতিপক্ষরা আমার সমর্থক সন্দেহে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে পাহাড়াদার কাশেমের মাথা কেটে গেছে, পুকুরের টিনসেটের ঘরটিতে ভাংচুর করেছে। থানায় অভিযোগ দিয়েছি।’ কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গৃহবধূর বিষপানকে কেন্দ্র স্থানীয় দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply