এ অভিনেতা নিজের অবস্থা নিয়ে তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘আমি এখন সুস্থতা অনুভব করছি। আমি আমার ঘরের সব কাজ একাই করছি। কারও সাহায্য ছাড়া নিজে চিকিৎসা সংক্রান্ত সবকিছু চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও জানান, আইসোলেশনে থাকায় নিজের যাবতীয় কাজ নিজ হাতে করছেন। এতে করে নতুন নতুন কাজ করার অভিজ্ঞতা হচ্ছে। যেমন নিজের বিছানা তৈরি করা, ব্যায়াম, ওয়াশরুম পরিষ্কার, মেঝে মোছা, প্রয়োজনীয় সুইচ চালু করা, আবার মনে করে বন্ধ করা, নিজের নাশতা এবং পানীয় (চা এবং কফি) তৈরি করা, আলমারির পোশাক ভাজ করা। নার্সিং স্টাফের সহায়তা ছাড়াই প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া। তিনি মনে করেন এ কাজ সবার জন্য একটি অভিজ্ঞতা।
Leave a Reply