কাগজ প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গনে। জাতিরজনক বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী ও মহান স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্ম ও সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে ভ্রাম্যমান জাদুঘর প্রদর্শনের আয়োজন করেছেন বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকাল ৯টায় কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গনে দুইদিন ব্যাপী রেল জাদুঘর প্রদর্শনের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে জাদুঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, রাজবাড়ি রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পরিদর্শক মিঞা মো. আল মামুন, কুমারখালী রেলওয়ের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম, উপজেলা য্বুলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন প্রমূখ। এদিকে বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা গেছে, কুমারখালী রেল স্টেশন প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘরটি অবস্থান করেছেন। জাদুঘর দেখতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ভিড় করছেন। জাদুঘরের ভিতরে প্রবেশ করে বঙ্গবন্ধুর পূর্নাঙ্গ জীবনী ও স্বাধীনতার ইতিহাসের স্বচিত্র দেখার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ধারাবাহিক ভাবে সুযোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা। কুমারখালী রেল স্টেশন মাস্টার কার্যালয় সুত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এখন কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন প্রাঙ্গনে। জাতিরজনক বঙ্গবন্ধুর পূর্ণাঙ্গ জীবনী ও মহান স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্ম ও সর্বসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে ভ্রাম্যমান জাদুঘর প্রদর্শনের আয়োজন করেছেন বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়। গত বুধবার বিকেলে ভ্রাম্যমান রেল জাদুঘর কুমারখালী স্টেশন প্রাঙ্গনে পৌছায়। আজ সকালে জাদুঘর প্রদর্শনের শুভ উদ্বোধন করা হয়েছে। আগামীকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত চলবে। খবর পেয়ে ভ্রাম্যমান রেল জাদুঘর প্রদর্শন করতে এসেছিলেন উপজেলার যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুরভী খাতুন। তিনি বলেন, ‘জাদুঘরটি শীততাপ নিয়ন্ত্রিত ও খুব সুন্দর। এখানে এসে জাতিরজনক বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরেছি। খুব ভাল লেগেছে। আমার অনেক বন্ধু-বান্ধবীরাও এসেছে।’ এবিষয়ে রাজবাড়ি রেলওয়ে নিরাপত্তাবাহিনীর পরিদর্শক মিঞা মো. আল মামুন বলেন, ‘জাদুঘরের ভিতরে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণাঙ্গ জীবনী ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্ম ও সর্বসাধারণের জানানোর জন্যই বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে জাদুঘরের আয়োজন করেছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য এমন আয়োজন করা হয়েছে।’
Leave a Reply