কাগজ প্রতিবেদক ॥ কাক ডাকা ভোরে কাজের খোঁজে তারা এসেছেন শ্রমিকের হাটে। ভোরের আজানের পর থেকেই সূর্যোদয় পর্যন্ত এই হাটে চলে শ্রমিক বেচাকেনা। বলছিলাম কুষ্টিয়ার মিরপুর পৌর বাজার শ্রম বিক্রয়ের হাটের কথা। প্রতিদিন মিরপুর উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের উপজেলার এলাকার কয়েকহাজার শ্রমিকরাও ছুটে আসেন শ্রমের হাটে শ্রম বিক্রয় করতে। সপ্তাহখানেক আগের সময়ে তাদের শ্রমের পারিশ্রমিক ভালো পেলেও শ্রমের হাটে এখন যেন হতাশা। প্রতিদিন সুর্যের তীব্র রোদ্রের মধ্যে ঘামে ভিজে অন্যের ক্ষেতখামারে পরিশ্রম করলেও তাদের উপার্জন বাড়েনি। বাড়তি শ্রম দিয়েও মিলছে না কাঙ্খিত পারিশ্রমিক। চাল-ডাল সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি নিম্ন আয়ের মানুষের শ্রমের মূল্য। এতে পরিবার-পরিজন নিয়ে তাদের সংসার চালাতে হিমশিম ক্ষেতে হচ্ছে প্রতিমুহূর্তে। জেলার দৌলতপুর উপজেলা এলাকা থেকে আসা মিজান মন্ডল, রহিম, আব্দুল খালেক বলেন, বাজারে সব ধরণের নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এমনকি বেড়েছে প্রতিটি নির্মাণ সামগ্রীর দামও। তবে আমাদের মতো প্রতিদিনের শ্রমিকদের শ্রমের পারিশ্রমিক বাড়ানো হয়নি। আমরা পরিবার-পরিজন নিয়ে মরলে কার কি? সরকারের তো আমাদের মতো গরীব মানুষকে চোখে পড়ে না। কে শুনে কার কথা। শ্রমের পারিশ্রমিক বাড়াতে আমি একা যদি প্রতিবাদ করি বা বলি আমাকে হাজিরার টাকা বেশি দিতে। তাহলে কাল আর আমাকে কেউ কাজে নিবে না। আগের সময়ে বাজারে গেলে তিনশত’ টাকা দিয়ে যে পণ্য ক্রয় করা যেত এখন কিন্তু সেই একই পণ্য ক্রয় করতে খরচ হচ্ছে প্রায় ৭০০’ টাকার বেশি। তবে আমাদের দিনের কাজের পারিশ্রমিক ৩৫০ থেকে ৪০০টাকা। আমরা যদি একদিন কাজ না করি আমাদের পেটে খাবার ঢুকবে না। তাই সরকারের কাছে আমাদের দাবি নিম্নআয়ের মানুষকে বাঁচতে চাইলে দ্রুত বাজার সামলান ও বাজারে সব ধরণের নিত্যপণ্যের দাম নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে রাখতেও দাবি জানান তাঁরা। স্থানীয় ব্যবসায়ী লোকমান বলেন, প্রত্যেক শ্রমিক দৈনিক আট ঘণ্টা কাজের জন্য বাজারে এসে দাঁড়িয়ে থাকে। এখান থেকে তারা বিভিন্ন গৃহস্থ মানুষের কাছে চুক্তিবদ্ধ হয়ে কাজে নিয়ে যায়। এখন কাজ করে দিনের পারিশ্রমিক ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা। এত কম টাকায় আয়ে পরিবারের মানুষ গুলোকে নিয়ে বিপাকে পড়েছি। মিরপুর পৌরসভার ৫নং ওযার্ড কাউন্সিল জাহিদ হোসেন বলেন,পৌর বাজারে শ্রমিকের হাট বসে প্রতিদিনই। গৃহস্থরা চাহিদামতো বাড়ি বা ক্ষেতের কাজ করানোর জন্য শ্রমিকদের নিয়ে যায়। এতে করে উভয়পক্ষ লাভবান হয়। তবে এখন চাল-ডাল সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি তাদের শ্রমের মূল্য। তারা পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে নিত্যপণ্যের দাম তাদের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণে রাখতেও পরামর্শ এই জনপ্রতিনিধির।
Leave a Reply