কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে স্কুলে দুই শিশুর ঝগড়ার জেরে দশ বছরের শিশুকে বেধড়ক পিটিয়েছে সাহাবুল মন্ডল নামে অপর শিশুর বাবা। ওই অভিভাবক স্কুলে এসে দশ বছরের শিশুকে বেদম মারপিট করেন। বর্তমানে শিশুটি মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এখনও শিশুটির জ্ঞান ফেরেনি। গতকাল মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার ১৩১ নং চরনওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিশু হলেন মিরপুর উপজেলার চর নওদাপাড়া গ্রামের মাহাবুব হোসেনের ছেলে জিসান এবং ঐ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে স্কুলের হেডমাষ্টারের কথা মত স্কুল পরিস্কার করতে যান জিসান। হেডমাষ্টারের কথা শুনে ঐ শিশু ঝাড়– নিয়ে স্কুলের আশপাশ পরিষ্কার করতে থাকে। ঐ সময় ওই শিশুর বন্ধু বক্কর তার সাথে কিছুটা দুষ্টমি করতে থাকে। এক পর্যায়ে জিসান রাগান্বিত হয়ে ঝাড়– দিয়ে শিশু বক্করকে আঘাত করে। পরে তৃতীয় শিশু বক্কর কাঁদতে কাঁদতে তার বাবা সাহাবুলকে নালিশ করে। পরে ঐ শিশু বাবা ক্ষিপ্ত হয়ে স্কুলে এসে প্রধান শিক্ষকের সামনে প্রকাশ্যে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র জিসানকে কিলঘুষি মারতে থাকে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকা ঠেকাতে আসলে তাদেরকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। জিসানের অবস্থা খারাপ হলে তাকে দ্রুত মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিসানের জ্ঞান ফেরেনি।
Leave a Reply