কাগজ প্রতিবেদক ॥ ১৫ আগষ্ট বাংগালী জাতীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনার দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গণতন্ত্রী পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ ই আগস্ট ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে মহান নেতাকে। আবহমান বাংলার ও বাঙালির আরাধ্য হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সভায় সভাপতিত্ব করেন পার্টির জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড.জহুরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মিজানুর রহমান খান বাবুল, গণতন্ত্রী পার্টি’র কেন্দ্রীয় সদস্য অনিল ভৌমিক, সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ মাষ্টার, সহ সভাপতি জালাল উদ্দিন মাষ্টার, মুকুল খসরু, প্রচার সম্পাদক রেজাউল হক রেজা,পার্টি’র সাংগঠণিক সম্পাদক এ্যাডঃ তরুণ বিশ্বাস সভা পরিচালনা করেন। সভার শুরুতে মহান নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক
Leave a Reply