রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, মার্কিন রাজস্ব বিভাগ ভারতকে বলেছে, একটি ভারতীয় জাহাজ গভীর সমুদ্রে একটি রুশ ট্যাংকার থেকে তেল নিয়ে গুজরাটের বন্দরে যায়। সেখানে তা পরিশোধন করে আবার সাগরে পাঠানো হয়।
ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার তেল, গ্যাস, কয়লাসহ সবধরনের জ্বালানি আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। বাকিদেরও রুশ জ্বালানি কেনা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে তারা। তবে সেই অনুরোধে সাড়া দেয়নি পুরোনো মিত্র ভারত।
দক্ষিণ এশিয়ার দেশটি আগে রাশিয়া থেকে খুব সামান্যই তেল আমদানি করতো। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশাল মূল্যছাড় পেয়ে রুশ তেল আমদানি বাড়িয়ে দিয়েছে তারা। ভারত এক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদার চাপের কথা বললেও তাদের এই সিদ্ধান্তে নাখোশ পশ্চিমা দেশগুলো।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পরপরই রাশিয়ার অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, পাতন, কয়লা ও গ্যাস আমদানি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র।
Leave a Reply