ঘরে ঢুকে এক ফিলিস্তিনি তরুণকে পরিবারের সামনেই গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলের সেনারা। সোমবার (১৫ আগস্ট) পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী কুফর আকাব শহরে ঘটেছে এই বর্বরোচিত ঘটনা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ওয়াফার খবরে বলা হয়েছে, এদিন মোহাম্মদ ইব্রাহিম শাম নামে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে নিজবাড়িতে গুলি করে ইসরায়েলি সেনাবাহিনী।
নিহত তরুণের বাবা বলেন, আমরা জানি না ওরা কেন আমাদের বাড়িতে এসেছিল। আমি ও আমার আরেক ছেলে লুকিয়ে না থাকলে তারা আমাদেরও মেরে ফেলতো।
তারেক আল-জারু নামে এক প্রতিবেশী জানান, তিনি ভুক্তভোগীর বাবাকে ‘আমার ছেলে শহীদ হয়েছে’ বলে চিৎকার করতে শুনেছেন।
তারেক জানান, ইসরায়েলি সেনারা তাকে ইব্রাহিমদের বাড়ির কাছে যেতে নিষেধ করেছিল। তবে তিনি ঘরের মেঝেতে ইব্রাহিমকে পড়ে থাকতে দেখেছিলেন।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা শহীদ ইব্রাহিম আল-শামের বেআইনি হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে। একে একটি সংগঠিত সন্ত্রাসী মাফিয়ার কূটকৌশল বলেও উল্লেখ করেছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ড রাজনৈতিক পর্যায়ের নির্দেশনায় দখলদার বাহিনীর ধারাবাহিক হত্যাকাণ্ডের অংশ।
ফিলিস্তিনে নিয়মিত সামরিক অভিযান ও হত্যাকাণ্ড চালায় ইসরায়েল। গত সপ্তাহেও পশ্চিম তীরের নাবলুস শহরে দুই কিশোরসহ তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী।
সোমবার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত এলাকাগুলো থেকে অন্তত ২৬ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা।
Leave a Reply